টুকরো খবর
জেলাজুড়ে পথ অবরোধ, বিক্ষোভ
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা জুড়ে অবরোধ, বিক্ষোভ করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে জেলা কংগ্রেস এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একের পর এক মিছিল, কর্মসূচীতে শহরে যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে বাসিন্দাদের। এ দিন দুপুর ১২টা নাগাদ শহরের থানামোড়ে পথ অবরোধ করে জেলা যুব কংগ্রেস। ঘণ্টাখানেকর অবরোধের পরে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভও দেখায় যুব কংগ্রেস। অধীর চৌধুরীর নামে মামলা প্রত্যাহার করার দাবির পাশাপাশি কলেজের গোলমালে পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তি, দার্জিলিং মেলের তিনটি কোচকে হলদিবাড়ি থেকে চালানোর দাবিও জানিয়েছে যুব কংগ্রেস। জলপাইগুড়ি সদরের পাশাপাশি জেলার সর্বত্রই এদিন বিক্ষোভ অবরোধ কর্মসূচী পালন করেছে কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি মোহন বসু বলেন, “রাজনৈতিক কারণেই রাজ্য সরকার অধীর চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে.।শাসক দল সম্ভবত কংগ্রেসের শক্তির কথা ভুলে গিয়েছেন। সিপিএমের সময়েও কংগ্রেসীরা মার খেয়েছে এই সরকারের আমলেও তাদেরই মার খেতে হয়েছে। রাজ্য সরকার জেনে রাখতে পারে কংগ্রেসীরা আর ঘরে বসে থাকবে না।” আর যুব কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “শাসক দলের সমর্থকের গুলিতে পুলিশ কর্মী মারা যাচ্ছেন। এই পরিবর্তন রাজ্যবাসী চায়নি। কংগ্রেসীদের হয়রানি করার প্রতিবাদ থেকে শুরু করে উন্নয়নের দাবিতে লাগাতার আন্দোলন চলবে।”

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সিপিআইএমএল-এর
পাহাড়-জঙ্গলমহলের ‘রাগি-বাগী’ মুখ ‘হাসি-খুশি’কে মুছে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিআইএম(এল) লিবারেশনের পলিটব্যুরোর সদস্য কার্তিক দাস। বৃহস্পতিবার শিলিগুড়িতে তিনি বলেন, “উত্তরবঙ্গের জন্য আলাদা মন্ত্রক তৈরি হলেও এখানকার রাজবংশী, আদিবাসী, পাহাড়বাসীদের জন্য কোনও সার্বিক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়নি। পাহাড়ে জিটিএ’ গঠন করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও অর্থের সংস্থান হয়নি। জনজাতিগুলির মধ্যে বিভাজনের রাজনীতি চালিয়ে সরকার ফায়দা তুলতে চাইছে।”

গ্রেফতার জঙ্গি
এক মণিপুরি জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সম্প্রতি তাঁকে নকশালবাড়ি থানার সীমান্ত এলাকা পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম বান্টি সিংহ। তার বাড়ি মণিপুরের ইম্ফলে। তিনি ইউনাইটেড পিপলস্ পার্টি অফ কাংলেইপাক জঙ্গি সংগঠনের সদস্য। গার্ডেনরিচের একটি মামলায় বান্টি সিংহের নাম, পরিচয় ও ঠিকানা জানতে পারে পুলিশ। এর পরই গত ১১ ফেব্রুয়ারি পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয় তাকে।

কুপিয়ে ছিনতাই
ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই এর ঘটনা ঘটল ডুয়ার্সের নাগরাকাটায়। বুধবার রাত ৮টা নাগাদ নাগরাকাটার শুল্কামোড় লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ীর নাম সঞ্জিৎ রক্ষিত। নাগরাকাটায় তাঁর বাড়ি। তিনি হাটের ছোট ছোট ব্যবসায়ীদের মুদির জিনিসপত্র সরবরাহ করতেন। ব্যবসার কাজে সাইকেলে শুল্কাপাড়া হাটে গিয়েছিলেন। ফেরার পথেই ৪-৫ দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কাঁধে এবং পিঠে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে নগদ পাঁচ হাজার টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। সঞ্জিৎবাবুকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তিনি বলেন, “দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে।”

জমি পরিদর্শন
জটেশ্বর গ্রামে প্রস্তাবিত কলেজের জমি পরিদর্শন করলেন শিক্ষা দফতরের অফিসার। বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দার দান করা জমিতে কলেজ হবে।

নাগরাকাটায় উৎসব
আজ, শুক্রবার নাগরাকাটায় শুরু হচ্ছে রাজ্য চা ও আদিবাসী লোকসংস্কৃতি উৎসব। চারদিনের উৎসবের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.