|
|
|
|
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন মোর্চা বিধায়কেরা |
নিজস্ব প্রতিবেদন |
এ বার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা জানাতে চায় গোর্খা জনমুক্তি মোর্চা। আজ, শুক্রবার কলকাতায় রাজ্যপাল এন কে নারায়ণনের সঙ্গে দেখা করার কথা মোর্চার তিন বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী, ত্রিলোক দেওয়ান এবং রোহিত শর্মার। তাঁদের সঙ্গে থাকবেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান অমর সিংহও। মোর্চার সহকারী সাধারণ সম্পাদক তথা জিটিএ সদস্য জ্যোতিকুমার রাই বৃহস্পতিবার বলেন, “পাহাড়ের শান্তি বজায় ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী পাহাড়ে এসে নিজেকে ‘রাফ অ্যান্ড টাফ’ বলে পাহাড়বাসীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী। আমাদের প্রতিনিধিরা শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সে কথা জানাবেন।” জ্যোতিকুমার বলেন, “লেপচা উন্নয়ন বোর্ড নিয়েও আমাদের বক্তব্য রাজ্যপালকে জানানো হবে।” তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “একটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি থাকতেই পারে। এটা নিয়ে আমার কিছু বলার নেই।”
মোর্চা-তৃণমূল সংঘাত শুরু হওয়ার পরে দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহনকে জিটিএর প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি ওঠে পাহাড়ে। জিটিএ সদর দফতর লালকুঠিতে তাঁকে ঢুকতে বাধা দেন মোর্চা সমর্থকেরা। সেই ঘটনায় মোর্চার অস্থায়ী কর্মচারি সমিতির সভাপতি মচিন্দ্রা সুব্বা সহ ৭ জন অভিযুক্ত এই দিন দার্জিলিং আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের জামিনও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মোর্চার এক নেতার কথায়, “আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। রাজ্যপালের সঙ্গে দেখা করা সমস্ত ঘটনা জানানো আমাদের কর্তব্য।” |
|
|
|
|
|