বাড়ল আসন সংখ্যা
পশ্চিমে সব পঞ্চায়েত প্রধানের পদই সংরক্ষিত
ঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ চুড়ান্ত হয়ে গেল। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন সংরক্ষণ তালিকা প্রকাশ করল প্রশাসন। তবে জেলা পরিষদের আসন সংরক্ষণ এখনও প্রশাসনিক ভাবে প্রকাশিত হয়নি।
এ বার পশ্চিম মেদিনীপুরের ২৯০টি গ্রাম পঞ্চায়েতের সব প্রধানের পদই সংরক্ষিত। হয় তফসিলি জাতি, উপজাতি না হলে পিছিয়ে পড়া শ্রেণির কেউ বা মহিলারা ওই পদে বসবেন। ২৯০টির মধ্যে ৫৪টি গ্রাম পঞ্চায়েতের প্রধান হবেন তফসিলি জাতির কেউ। ৪৬ জন প্রধান তফসিলি উপজাতির। পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত প্রধান পদের সংখ্যা ৪৫। আর মহিলা প্রধান হবেন ১৪৫ জন। উপপ্রধানে বেশ কিছু পদ অবশ্য সাধারণদের জন্য থাকছে। ২৯০টির মধ্যে ১০২টি পদ সংরক্ষিত। তার মধ্যে ১৭ জন তফসিলি জাতির, ৪৫ জন উপজাতির, ৪ জন অনগ্রসর শ্রেণির ও ৩৬ জন মহিলার জন্য উপপ্রধান পদ সংরক্ষিত। বাকিগুলি সাধারণ। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ৩,৮৪৬ জন।
জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতে সদস্য সংখ্যা হয়েছে ৭৯৮ জন। ২৯টি পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে আবার ২৮টি পদই সংরক্ষিত। তার মধ্যে ৫টি পদ তফসিলি জাতি, ৫টি উপজাতি, ৪টি অনগ্রসর শ্রেণি ও ১৪টি মহিলাদের জন্য সংরক্ষিত। সহ-সভাপতি পদে সংরক্ষণ অবশ্য অনেকটাই কম। ১০টি পদ সংরক্ষিত। তার মধ্যে ২টি তফসিলি জাতি, ৫টি উপজাতি ও ৩টি মহিলা। বাকি সবই সাধারণ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৬৭। সভাধিপতি পদটি এ বারও মহিলাদের জন্য সংরক্ষিত। তবে সহ-সভাপতি পদে সংরক্ষণ নেই।
পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে এ দিন। ভোটার সংখ্যার নিরিখে আসন সংখ্যার বিন্যাস হয়েছে। এতে জেলায় পঞ্চায়েতের আসন বেড়েছে ৫৩৭টি। একই ভাবে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও আসন সংখ্যা বেড়েছে অনেকটাই। এই খসড়া তালিকা জেলাশাসকের অফিস, বিডিও অফিস ছাড়াও টাঙিয়ে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসেও।
জেলায় ২৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ২০০০ সালে পঞ্চায়েতের আসন ছিল ৩৩০৯টি। এবার তা বেড়ে হয়েছে ৩৮৪৬। ৯০০ জন ভোটার পিছু একজন করে সদস্য হিসাবে এই বিন্যাস করা হয়েছে।
জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতে আগে আসন ছিল ৭৫০টি। এবার বেড়ে হয়েছে ৭৯৮টি। অর্থাত্‌ ৪৮টি আসন বেড়েছে। এই বিন্যাস হয়েছে সাড়ে ৪ হাজার ভোটার পিছু। আর জেলা পরিষদে আগে আসন ছিল ৬২টি। এবার ৫টি বেড়ে হয়েছে ৬৭টি আসন। ৬০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার ভোটার পিছু একজন করে সদস্য হয়েছেন। প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণও করা হয়েছে বিন্যাসে। তফসিলি জাতি ও উপজাতির সংরক্ষণও রাখা হয়েছে নিয়ম মেনেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.