|
|
|
|
বাড়ল আসন সংখ্যা |
পূর্বে সভাধিপতি পদ এ বার তফসিলি মহিলা সংরক্ষিত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আগামী পঞ্চায়েত নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন তফসিলি সম্প্রদায়ের মহিলা প্রতিনিধি। জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টি পঞ্চায়েত সমিতির সভাপতিও হচ্ছেন মহিলা। এ ছাড়াও তফসিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণ রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য নির্বাচন দফতরের আসন সংরক্ষণের এই তালিকা দেখে প্রমাদ গুণছেন রাজনৈতিক নেতারা। মনোমত প্রার্থী দাঁড় করাতে সমস্যা হবে বলে মেনে নিচ্ছেন সকলেই।
এখনও পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়নি। তবে, প্রচারের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। প্রার্থী কে হবে তা নিয়ে অঙ্ক কষাকষি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। এমন অবস্থায় রাজ্য নির্বাচন দফতরের সংরক্ষণ তালিকা এলোমেলো করে দিয়েছে রাজনীতির অঙ্ক। সভাধিপতি পদটি মহিলা সংরক্ষিত হওয়ায় স্বাভাবিক ভাবেই গান্ধী হাজরা আর ওই পদে থাকতে পারবেন না। তা মনে করিয়ে দিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গান্ধীবাবু বলেন, “ব্যক্তিগত ভাবে এতে দুঃখের কিছু নেই। আগে পদটি তফসিলি সংরক্ষিত ছিল বলেই সভাধিপতি হয়েছিলাম। ভবিষ্যতে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব।” তবে সংরক্ষণের বিষয়ে আগাম জেনে যাওয়ায় সুবিধা হয়েছে বলেই মত গান্ধী হাজরার। তিনি বলেন, “এর ফলে আগে থেকেই আমরা ওই পদের জন্য যোগ্য প্রার্থী বেছে রাখতে পারব।” প্রকাশ্যে সংরক্ষণকে স্বাগত জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন থেকে শুরু করে বিরোধী দলনেতা সিপিএমের নিরঞ্জন সিহিও। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সিপিএম নেতা মেনে নেন, ‘পরিবর্তনে’র বাজারে যেখানে কিছু এলাকায় প্রার্থী যোগাড় করাই কঠিন, সেখানে সংরক্ষণের শর্ত পরিস্থিতি আরও জটিল করে দিল।
তালিকা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি পদ অসংরক্ষিত। জেলার মহিলা সভাপতির জন্য নির্দিষ্ট পঞ্চায়েত সমিতিগুলি হল শহিদ মাতঙ্গিনী, তমলুক, পাঁশকুড়া-১, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম-২, চণ্ডীপুর, পটাশপুর-১, এগরা-২, কাঁথি-১, খেজুরি-১, ভগবানপুর-২। এর মধ্যে তমলুক, মহিষাদল, চণ্ডীপুর, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদ সংরক্ষিত তফসিলি সম্প্রদায়ের মহিলাদের জন্য। অন্য দিকে ময়না, নন্দীগ্রাম-১,এগরা-১, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি পদগুলি সংরক্ষিত হয়েছে অনগ্রসর সম্প্রদায়ের সদস্যদের জন্য। কোলাঘাট, নন্দকুমার, সুতাহাটা, ভগবানপুর-১, পটাশপুর-২, দেশপ্রাণ, রামনগর-১, রামনগর-২, খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতির পদ অসংরক্ষিত থাকছে। একই ভাবে জেলার নন্দকুমার, ভগবানপুর-১, দেশপ্রাণ, রামনগর-২, খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদ সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্যে। এর মধ্যে খেজুরি-২ পঞ্চায়েত সমিতি বাদে বাকি ৪টি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদ সংরক্ষিত তফসিলি সম্প্রদায়ের মহিলাদের জন্য। আর কোলাঘাট, সুতাহাটা, পটাশপুর ২, রামনগর ১ পঞ্চায়েতের সহ-সভাপতি পদ সংরক্ষিত অনগ্রসর শ্রেণিদের জন্য। জেলার ২২৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান পদের সংরক্ষণ তালিকাও প্রকাশ হয়েছে। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শুভাশিস বেজ বলেন, ‘শীঘ্রই বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসা হবে।” |
|
|
|
|
|