নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিফার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ট্রেলিয়ার ক্লাবের সঙ্গে দু’বছরের চুক্তি করে ফেললেন প্রয়াগ ইউনাইটেডের বিতর্কিত বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ।
প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে এ বছরের মে মাস পর্যন্ত চুক্তি আছে কোস্তারিকার কার্লোসের। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে গিয়েছেন এক মাসের উপর। বারবার চেষ্টা করেও তাঁকে ফোনে ধরতে পারছিলেন না কর্তারা। শেষপর্যন্ত ই মেলে তাঁকে জরিমানার চিঠি পাঠায় প্রয়াগ। এরই মধ্যে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাগজে প্রকাশিত হয় কার্লোস অস্ট্রেলিয়ার ‘এ’ ডিভিশনের ক্লাব ওয়েলিংটন ফোয়েনিক্সে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। জুন মাস থেকে চুক্তি কার্যকর হবে। ওয়েলিংটনের কোচ রিকি হারবার্ট অস্ট্রেলিয়ার কাগজে বলেছেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে কার্লোসের সঙ্গে আমাদের দু’বছরের চুক্তি হয়েছে। ও অস্ট্রেলিয়ায় ফিরছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়।”
কার্লোসকে ফোনে ধরতে পারছেন না প্রয়াগ ইউনাইটেড কর্তারা। কারণ, ফিফার নিয়মে কোনও দলের সঙ্গে চুক্তি থাকার সময় অন্য কোনও টিমের সঙ্গে চুক্তি করাটা অপরাধ। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার ক্লাবের সঙ্গে কার্লোস চুক্তিবদ্ধ প্রমাণিত হলে সাসপেন্ড করতে পারে প্রয়াগ ইউনাইটেড। কিন্তু কলকাতার আই লিগের ক্লাবটির সমস্যা হল, সামনে আইএফএ শিল্ড, আই লিগ, কলকাতা লিগের খেলাও আছে। আজ, শুক্রবার আই লিগে ফুটবলার নথিভুক্তির দিনও শেষ হয়ে যাচ্ছে। কার্লোসকে বাদ দিয়ে ফুটবলার নেওয়ার তাই সুযোগ নেই। ফলে কালোর্সকে নির্বাসনে পাঠালে ক্লাবই বিপদে পড়বে। প্রয়াগ ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বৃহস্পতিবার বললেন, “কার্লোসকে আমরা শো-কজ করছি।” |