টুকরো খবর
আম্পায়ারকে চড়, বিতর্ক সিএবি লিগে
সিএবি-র স্থানীয় লিগে আম্পায়ারকে চড় মারার অভিযোগ উঠে পড়ল। বৃহস্পতিবার জর্জ টেলিগ্রাফ বনাম ওয়াইএমসিএ ম্যাচে জর্জের এক কর্তা ম্যাচের আম্পায়ার সমীর ঘোষকে চড় মারেন বলে অভিযোগ। ম্যাচের অন্য আম্পায়ার প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, “ঝামেলা আরও গড়াতে পারত। আমরা সিএবিতে রিপোর্ট জমা করেছি।” যা শুনে সিএবি যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বলে দিলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। কিন্তু লিখিত ভাবে কেউ কিছু জানায়নি। বলা হয়েছে সাক্ষীসমেত অভিযোগ পেশ করতে।” আম্পায়ারদের যদিও বক্তব্য, তাঁরা লিখিত জমা দিয়েছেন। জর্জের তোলা ২৯৩-৯ পাঁচ উইকেট হাতে রেখে তুলে দেয় ওয়াইএমসিএ। এ দিকে, বেলগাছিয়ার ( ৩৫৬-৪) বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ইস্টবেঙ্গল। রোহন বন্দ্যোপাধ্যায় ১৪০। টাউন (৩৯৭-৯) ২৯৪ রানে হারাল দক্ষিণ কলকাতা সংসদকে (১০৩)। টাউনের অমিত বন্দ্যোপাধ্যায় (৬-১৯)। শ্যামবাজার (৪৫৩-৯) ২৫৬ রানে জিতল ভূকৈলাসের বিরুদ্ধে। শ্যামবাজারের তুহিন বন্দ্যোপাধ্যায় ৫-৫৭। মহমেডান স্পোর্টিং (২৭২-৪) ৬ উইকেটে জিতল আনন্দবাজার স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। সফি আহমেদ ৭৬।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেটে মুর্শিদাবাদকে বড় ব্যবধানে হারানোর পরে বীরভূমকেও হারাল বর্ধমান। বৃহস্পতিবার ৩৭ ওভারে সাত উইকেটে ১৭৪ রান করে বর্ধমান। দলের সৌম্যব্রত নাথ ৫৭, সজীব সাহা ২৫, অনিমিক ঘোষ ২১ রান করেন। জবাবে বীরভূম অনিমিক ঘোষের ২৯-৩ এবং সৌরভ কুমার ১৮-৪-এর দাপটে ৩৪ ওভারে ৭৮ রানে পাততাড়ি গুটোয়।

মৃত্যুকে ফাঁকি
এক দিকে প্রেমিকের বুলেট প্রাণ কেড়ে নিল এক তরুণীর। অন্য দিকে, বিষাক্ত মাকড়সার কামড় খেয়েও বেঁচে গেলেন আর এক জন। অস্কার পিস্টোরিয়াসের বান্ধবীর মৃত্যুর কিছু ঘণ্টা আগে অবিশ্বাস্য সাহস দেখিয়ে বেঁচে গিয়েছেন এক সুইডিশ গল্ফার। অস্ট্রেলিয়ায় এক গল্ফ টুর্নামেন্টে খেলার সময় ড্যানিয়েলা হোমকুইস্ট নামে বছর চব্বিশের ওই তরুণীর গোড়ালিতে কামড়ে দেয় ব্ল্যাক উইডো মাকড়সা। যে কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারত। ভয় পাওয়া তো দূরের কথা, ডাক্তারের জন্য অপেক্ষা না-করে নিজেই নিজের চিকিৎসা শুরু করে দেন ড্যানিয়েলা। একটুও দেরি-না করে হাতের কাছে থাকা ‘টি’ দিয়ে গোড়ালি খুঁচিয়ে মারাত্মক বিষ বার করে দেন। পরে মজা করে টুইটারে নিজেকে ‘স্পাইডারওম্যান’ বলেছেন ড্যানিয়েলা।

টিটি দলে বাংলার ৪
কুয়েত ওপেনের ১২ জনের দলে জায়গা করে নিলেন বাংলার চার টেবল টেনিস তারকা। ছেলেদের দলে রয়েছেন সৌম্যজিৎ ঘোষ ও সৌম্যদীপ রায়। মেয়েদের দলে সুযোগ পেয়েছেন মৌসুমি পাল ও অঙ্কিতা দাস। ছেলেদের নেতৃত্বে রয়েছেন বাংলারই সৌম্যজিৎ। মেয়েদের দলকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর কে শামিনী। এর পরে ২০-২৪ ফেব্রুয়ারি দোহাতে অনুষ্ঠেয় কাতার ওপেনেও এই দলই অপরিবর্তিত থাকবে।

পাক জবাব
জো’বার্গ টেস্টের দক্ষিণ আফ্রিকান পেস-আতঙ্ক কেপ টাউনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতেই ফের তাড়া করেছিল পাক ব্যাটিংকে। ফিল্যান্ডার (২-৪৫), মর্কেল (২-৩৭), স্টেইন-গানে (১-৩৪) লাঞ্চের আগেই পাকিস্তান দাঁড়ায় ৩৩-৪। কিন্তু পঞ্চম উইকেটে ৩৫ বছরের ইউনিস খান (১১১) এবং ২৭ বছরের আসাদ শফিকের (১১১ নট আউট) অসাধারণ পাল্টা লড়াই-জনিত ২১১ রানের পার্টনারশিপের সৌজন্যে দিনের শেষে পাকিস্তান প্রথম ইনিংসে যথেষ্ট ভদ্রস্থ ২৫৩-৫ স্কোরে।

রসুলের ইতিহাস
ভারত সফরকারী মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেওয়া ৭ উইকেট দখলের ‘পুরস্কার’ পারভেজ রসুল ৪৮ ঘণ্টার মধ্যেই পেয়ে গেলেন। জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসাবে ২৪ বছর বয়সি এই স্পিনার-অলরাউন্ডার আইপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পুণে ওয়ারিয়র্স আইপিএলে নবাগত রসুলকে ২০ লাখ টাকায় তাদের ফ্র্যাঞ্চাইজিতে নিয়েছে।

শেষ আটে পঙ্কজ
প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাসটা বুধবারই গড়েছিলেন। বৃহস্পতিবার তাতেই যোগ করলেন নতুন মাত্রা! স্কটল্যান্ডের গ্রেমি ডটকে ৪-১ হারিয়ে ওয়েলস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন স্নুকার তারকা পঙ্কজ আডবাণী। ভারতীয়দের মধ্যে আডবাণীই প্রথম যিনি ওয়েলস ওপেনের শেষ আটে পৌঁছলেন। ম্যাচের পর আটবারের বিশ্বচ্যাম্পিয়ন বলেন, “প্রথম ভারতীয় হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর তৃপ্তিটাই আলাদা।” প্রসঙ্গত, বুধবার প্রি-কোয়ার্টারে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের শন মারফিকে হারানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছিল, মারফি নাকি ইচ্ছাকৃত ভাবে ম্যাচ ছেড়ে দিয়েছেন। মারফি অবশ্য পুরো বিষয়টাই উড়িয়ে দিয়েছেন।

বাবা হলেন চিডি
ভ্যালেনটাইন্স ডে-তে বাবা হলেন ইস্টবেঙ্গলের গোলমেশিন চিডি এডে। বৃহস্পতিবার নাইজিরিয়ার এক হাসপাতালে চিডির স্ত্রী এক কন্যা সন্তানকে জন্ম দিলেন। মেয়ের নাম রাখা হয়েছে ভ্যালেনটিনা এডে।

দুই বাংলার লড়াই
নবারুণ সঙ্ঘের উদ্যোগে বৃহস্পতিবার মধ্যমগ্রামে হয়ে গেল অনূর্ধ্ব-১৪ এপার বাংলা-ওপার বাংলা গোল্ডেন জুবিলি কাপ। ম্যাচে নবারুণ ফুটবল অ্যাকাডেমি ২-১ গোলে হারাল নারায়ণগঞ্জ হাইস্কুলকে (ঢাকা, বাংলাদেশ)। জয়ী দলের হয়ে জোড়া গোল সুরয ওরাওয়ের। ঢাকার দলটির এক মাত্র গোলদাতা মইদুল ইসলাম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.