চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল বরুসিয়া ডর্টমুন্ড। শাখতার ডনেস্কের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দু’গোল করে রাখায় ঘরের মাঠে নামার আগে তার যথেষ্ট ভাল জায়গায়।
তবে বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগের দু’টো ম্যাচের ভাগ্যে বিশেষ তফাত নেই। রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচে যা হল, বরুসিয়া বনাম শাখতার ম্যাচেও তাই। দু’টো ম্যাচই ড্র। ফারাকবরুসিয়া বনাম শাখতার শেষ হল ২-২ গোলে।
বিরতিতে স্কোর লাইন ছিল ১-১। ম্যাচের ৩১ মিনিটে দুরন্ত ফ্রি-কিক থেকে শাখতার ডোনেস্ককে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার দারিজো। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি রাশিয়ার দলটি। দশ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন ডর্টমুন্ডের রবার্ট লিওয়ানদস্কি।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে শাখতার। ৬৯ মিনিটে ডগলাস কোস্তার গোল তারই ফল। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা ফেরান ম্যাটস হামেলস। এ দিন মাঠে নামার আগে পাঁচ জন মৃত শাখতার সমর্থকের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। শাখতার বনাম বরুসিয়া ম্যাচ দেখতে আসার পথে বিমান দুর্ঘটনায় এঁরা প্রাণ হারিয়েছিলেন। তবে তাঁদের জয় উপহার দিতে পারলেন না শাখতার ফুটবলাররা। বরং মাঠ ছাড়তে হল টেনশন, উদ্বেগ নিয়ে। অ্যাওয়ে ম্যাচে বরুসিয়ার দু’গোল করে রাখা মানে চার গোলের সমান। অর্থাৎ, ফিরতি লেগে ডর্টমুন্ডে গিয়ে কার্যত জিততেই হবে শাখতারকে। |