টুকরো খবর |
খড়্গপুরে ডাকাতি, ফের গ্রেফতার এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুরের খাটরাঙা এলাকায় ডাকাতির ঘটনার তদন্তে নেমে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, ভূপতিনগর-সহ কয়েকটি এলাকায় তল্লাশি চালায়। সেই সময়ই গ্রেফতার করা হয় সাধন দাস নামে এক জনকে। বাড়ি ভগবানপুরের সরবেড়িয়ায়। সাধনই ডাকাতির ঘটনায় জড়িত দুষ্টচক্রের মূল চক্রী বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। সোমবার ধৃতের টিআই প্যারেড হতে পারে। তারপরই তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ। পুলিশ মনে করছে, ধৃতকে জেরা করলে অস্ত্র উদ্ধার হতে পারে। ঘটনাটি ঘটে ১৩ ডিসেম্বর। ওই রাতে খড়্গপুর ২ ব্লকের খাটরাঙায় ভোলানাথ অধিকারীর বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। দরজা ভেঙে গয়না-টাকা লুঠ করে পালায় তারা। তদন্তে নেমে এক কিশোরীকে গ্রেফতার করেছিল পুলিশ। হায়াতুন্নেসা খাতুন নামে ওই কিশোরীর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের আমনপুরে। ডাকাতির সময় খোওয়া যাওয়া মোবাইল কিশোরীর কাছ থেকে উদ্ধার হয়েছিল। সে এখন জামিনে মুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর পরিবারের এক জন এই দুষ্টচক্রের অন্যতম চক্রী। তার খোঁজেও তল্লাশি চলছে।
|
শিল্পায়নের পক্ষে সওয়াল কারিগরি মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেকার যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এর জন্য রাজ্যে ৩৬টি আইটিআই গড়ার কাজ চলছে। বৃহস্পতিবার শালবনিতে এসে এমনটা জানালেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর কথায়, “আগের সরকার বেকার যুবক-যুবতীদের বিপথে পরিচালিত করেছে। পার্টি অফিসে বোমা-পিস্তল তৈরি করা শিখিয়েছে। আমরা শিল্পের জন্য দক্ষ কারিগর তৈরি করে রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করব।” তাঁর অভিযোগ, “দক্ষ কারিগরের অভাবেই আগের সরকারের আমলে রাজ্যে শিল্পায়ন হয়নি।” শালবনির বাঁকিবাঁধে বেসরকারি উদ্যোগে একটি আইটিআই গড়ে উঠেছে। আইটিআইয়ের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দুই বিধায়ক মৃগেন মাইতি, শ্রীকান্ত মাহাতো, আইটিআইয়ের ডিরেক্টর অসিতকুমার ঘোষ প্রমুখ। বেসরকারি উদ্যোগপতিদেরও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
|
গৌরীর গোলাপ পুরস্কৃত কলকাতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘দ্য এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া’র পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় গোলাপে সেরা হলেন মেদিনীপুর শহরের বটতলাচকের গৌরীশঙ্কর মণ্ডল। ৭-১০ ফেব্রুয়ারি প্রদর্শনী ও প্রতিযোগিতাটি হয়েছিল আলিপুরে। সেখানে ‘কাট ফ্লাওয়ার’ নিয়ে হাজির হয়েছিলেন গৌরীশঙ্করবাবু। তাঁর ফুল চারটি বিভাগে প্রথম, ৪টি বিভাগে দ্বিতীয়, ২টি বিভাগে তৃতীয় স্থান পেয়েছে। এ ছাড়াও অন্য পুরস্কারও পেয়েছেন তিনি। সব মিলিয়ে প্রাপ্ত নম্বর তাঁকে কাট ফ্লাওয়ারে চ্যাম্পিয়নও করেছে। উদ্যোক্তারা তাঁর হাতে তুলে দিয়েছেন ট্রফি। এর আগেও টাটা ও মুম্বইতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। গৌরীশঙ্করবাবু বলেন, “গোলাপ ফুল তৈরি আমার নেশা। এতগুলি বিভাগে পুরস্কার পেয়ে দারুণ লাগছে।’’
|
সেই মহিলা ফিরল পরিবারের কাছে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বৃহস্পতিবার নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিল প্রশাসন। গত রবিবার উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে উদ্ধার করে গড়বেতার পুলিশ। মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত তাঁকে হোমে রাখার বন্দোবস্ত করেন। ওই মহিলা জানিয়েছিলেন, তাঁর নাম অনু সরকার। পরে অবশ্য জানা যায়, তাঁর নাম অনিচ্ছা সরকার। বয়স ৫০। বাড়ি জলপাইগুড়ি জেলার বানারহাট থানায়। ট্রেনে করেই তিনি কোনওভাবে গড়বেতায় চলে আসেন। প্রশাসনের তরফে মহিলার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার তাঁরা মহকুমাশাসকের দফতরে আসেন। এরপর মহিলাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
|
ব্যাঙ্কে ‘ই কর্নার’
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক ছাতার তলায় এটিএম, কয়েন ভেন্ডিং, ইন্টারনেট কিয়স্ক এবং ক্যাশ ডিপোজিট মেশিন। এ বার থেকে এই সুবিধে মিলবে স্টেট ব্যাঙ্কের মেদিনীপুর শাখায়। বৃহস্পতিবার এই ‘ই- কর্নার’ এর উদ্বোধন করেন ব্যাঙ্কের এজিএম সুবীর মুখোপাধ্যায়। রাজ্যের পাঁচটি জায়গায় এই পরিষেবার উদ্বোধন হয়। একটি বড় ঘরে সব মিলিয়ে ৬টি মেশিন রয়েছে। এই ঘরটিরই নাম ‘ই কর্নার’। এর মধ্যে ৩টি এমটিএম, ১টি কয়েন ভেন্ডিং, ১টি ক্যাশ ডিপোজিট ও ১টি ইন্টারনেট কিয়স্ক রয়েছে। এর ফলে গ্রাহকদের আরও সুবিধে হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
গার্ডেনরিচ-কাণ্ডের প্রতিবাদ |
গার্ডেনরিচের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহরে মোমবাতি মিছিল করল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে ফের জেলা কার্যালয়ের সামনেই ফিরে আসে। বিজেপির শহর সভাপতি অরূপ দাস বলেন, “গার্ডেনরিচের ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতেও গড়িমসি করছে পুলিশ।” |
|