|
|
|
|
পিঠোপিঠি প্রেম |
বাতাসে বসন্ত। তারই মধ্যে ব্যাক টু ব্যাক দু’টো প্রেমের দিন। ভ্যালেন্টাইনস্ ডে ও সরস্বতী পুজো।
দু’টি দিনই প্রেম-স্পেশাল। তবে উদ্যাপনের আঙ্গিক আলাদা। আলাদা গন্তব্যে, আলাদা কেতায়,
এমনকী উপহারেও। তবে সবই বাঁধা পড়ছে প্রেমের সুতোয়। |
ভি ডে |
• গন্তব্য মূলত পার্ক। মেদিনীপুরের পুলিশলাইন পার্ক, গোপ পার্কে সকাল থেকেই ভিড়। খড়্গপুরের হিজলি পার্ক, বিএনআর মাঠেও এক ছবি। কেউ ঘুরলেন শপিং মলে।
• সাজগোজে প্রেমিকার পরনে সালোয়ার কামিজ। কেউ বা মাতালেন ডিজাইনার শাড়িতে। রঙে সেই চিরন্তন লাল। প্রেমিকরা স্বচ্ছন্দ ছিলেন জিনস্-টি শার্টে।
• পেটপুজো রেস্তোরাঁয়। চাইনিজ, কন্টিনেন্টাল বা মোগলাই।
• উপহার কার্ড দেওয়া-নেওয়া, চালাচালি এসএমএসের। সঙ্গে ঘড়ি, পারফিউম, লিপস্টিক, হামতুম ব্যাগ, চকোলেট, শো-পিস। আর লাল গোলাপ তো আছেই।
• সিনেমা স্পেশাল ২৬, এবিসিডি। |
|
ডি ডে |
• গন্তব্য ক্যাম্পাস ছাড়া জমে না সরস্বতী পুজো। স্কুল-কলেজে গিয়ে জমাটি আড্ডার ফাঁকেই মন দেওয়া-নেওয়া।
• সাজগোজে মেয়েরা অবশ্যই শাড়ি। তবে শুধু বাসন্তী রং আর তাঁতে আটকে না থেকে চলবে এক্সপেরিমেন্ট। ছেলেরা সাজবেন ধুতি, পাঞ্জাবি, কুর্তা, শেরওয়ানিতে।
• পেটপুজোয় আজ পছন্দ বাঙালি খাবার। মেনুতে খিচুড়ি মাস্ট।
• উপহার ভি’ডে-তেই দেওয়া হয়ে গিয়েছে। আজ শুধু চোখের ইশারা আর মুচকি হাসি।
• সিনেমা শুক্রবারই মুক্তি পাচ্ছে লাভেরিয়া। সোহম-পূজার কেমিস্ট্রি কতটা জমল, তা দেখতে হলমুখো হবেন অনেকেই।
|
সে দিন দেখা হয়েছিল |
সাত পাকে বাঁধা |
অরিন্দম মুখোপাধ্যায় ও দীপালি মুখোপাধ্যায় |
অরুণ দাস ও তনিমা বসু |
মেদিনীপুরে একই পাড়ায় বাড়ি। স্কুলেই প্রেম।
সরস্বতী
পুজোর আলাপ গড়িয়েছে দাম্পত্যে।
চার হাত এক হয়
১৯৯৮ সালে। এক
মেয়েকে নিয়ে সুখের সংসার। সরস্বতী পুজো
এলেই পুরনো দিনে ফিরে যান মুখোপাধ্যায় দম্পতি। |
বেশ কয়েক বছরের প্রেম। দুই পরিবারের
সম্মতিতেই মেলামেশা। বৃহস্পতিবার, ভালবাসার
দিনেই সাত পাকে বাঁধা পড়লেন
দু’জনে।
নবদম্পতি জানালেন, এতদিন ভ্যালেন্টাইনস
ডে’র
আলাদা গুরুত্ব ছিলই। এবার দিনটা আরও স্পেশাল হল। |
|
|
|
|
|
|
|