টুকরো খবর |
বিদ্যুতে কারচুপির নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন বিদ্যুৎ বণ্টন সংস্থার আধিকারিকেরা। বৃহস্পতিবার দুপুরে আসানসোলের আপকার গার্ডেন এলাকায় এক গ্রাহকের বাড়ি থেকে বিশ্বজিৎ মণ্ডল নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পরে তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু করেছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়র মিতেশ দাশগুপ্ত জানান, বৃহস্পতিবার দুপুরে আসানসোলের ওয়েস্ট আপকার গার্ডেন এলাকার এক গ্রাহক ফোনে তাঁদের খবর দেন, অর্থের বিনিময়ে বিদ্যুতের মিটারে কারচুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাঁর বাড়িতে এসেছেন। খবর পেয়েই সংস্থার আধিকারিকেরা গিয়ে ব্যক্তিকে ধরে ফেলেন।
|
গুলিতে জখম দুই যুবক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জাতীয় সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আসানসোল উত্তর থানার সুইডি গ্রাম লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই যুবক আরও কয়েক জনের সঙ্গে কোনও কারণে বচসায় জড়িয়ে পড়েন। তার পরেই গুলি চলে ও দু’জন জখম হন। পুলিশ তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
|
দাঁইহাটে নাটক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
সম্প্রতি দাঁইহাটের টাউন হলে তরুণ সঙ্ঘের পরিচালনায় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ১২ দলের এই প্রতিযোগিতায় ‘কন্যাদান’ নাটক পরিবেশন করে প্রথম স্থান অধিকার করে চন্দননগরের যুগের যাত্রী। বহরমপুরের উজান নাট্যগোষ্ঠী ‘ইতিহাসের কাঠগড়া’ মঞ্চস্থ করে দ্বিতীয় স্থান পেয়েছে। চুঁচুড়ার অঙ্কুশ তৃতীয় স্থান পেয়েছে। তারা পরিবেশিত করেছিল ‘মরাচাঁদ’ নাটক।
|
অন্ডালে ভাঙল খনির ব্যাঙ্কার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।
|
ভেঙে তলিয়ে গিয়েছে অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারির ব্যাঙ্কার। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে খনির পরিবহন ব্যবস্থা। এ দিন সিটু ওই খনিতে বিক্ষোভ দেখায়। তাঁদের নেতা মলয় বসুরায় জানান, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এমন কাণ্ড ঘটেছে। ইসিএল দায় এড়াতে পারে না। ইসিএল কর্তৃপক্ষ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
সাহিত্যসভা
নিজস্ব সংবাদদাতা • গলসি |
একটি পত্রিকার উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক সভা আয়োজিত হল পুরসা গ্রামে। সভায় সমাজের অপসংস্কৃতির দিকটি তুলে ধরা হয়। বাঁকুড়া, বীরভূম-সহ বিভিন্ন জেলা থেকে ৪০ জন শিল্পী আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। ছিলেন সিপিএম সাংসদ সাইদুল হক, স্থানীয় বিধায়ক সুনীল মণ্ডল, গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বিষ্ণু প্রমুখ।
|
চাপা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক বেসরকারি খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার জামুড়িয়ার চুরুলিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দন কুমার (৩২)। তবে তৃণমূলের আঞ্চলিক কমিটির সভাপতি ব্রজনারায়ণ রায় জানান, ক্ষতিপূরণের দাবিতে তাঁরা আন্দোলনে নামবেন। খনি কর্তৃপক্ষ অবশ্য জানান, পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।
|
সাইকেলে ঢাকা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মৈত্রী ও সম্প্রীতির লক্ষ্যে রানিগঞ্জ থেকে সাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন দু’জন। তাঁদের নাম জয়নাথ নন্দী ও আশুতোষ মণ্ডল। তাঁরা জানান, রানীতির উর্দ্ধে উঠে দু’দেশের মধ্যে সম্প্রীতি প্রয়োজন। এছাড়া তিস্তার জল বন্টন নিয়েও দুই দেশের মধ্যে একটি যুক্তিপূর্ণ চুক্তি হওয়া দরকার। এই লক্ষ্যেই তাঁরা সাইকেলে বংলাদেশ যাচ্ছেন। |
|