ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হল বুধবার। উদ্যোক্তা ছিল কাটোয়া ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। রাতে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের কাছে ‘ভাষা সদন’ ভবনের সামনের মাঠে কাটোয়ার বিধান সাহা ও সুখেন্দু বিশ্বাস জুটি ২১-৮, ২১-১৪, ২১-১৯ পয়েন্টে কাটোয়ারই দীপঙ্কর মজুমদার ও চন্দ্রশেখর বিশ্বাস জুটিকে হারিয়ে দেয়। ওই দু’টি জুটিই কান্দরাকে হারিয়ে ফাইনালে ওঠে। আয়োজক সংস্থার কর্তা প্রসেনজিৎ সাহা ও কৌশিক গড়াই বলেন, “মোট ৩২টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। চার দিন ধরে এই প্রতিযোগিতা চলে। কাটোয়াতে এই প্রথম ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল। আশা করছি, সামনের বছর আরও ভাল করে এই প্রতিযোগিতা করতে পারব।” প্রতিযোগিতার শেষে বিজয়ী ও বিজিত জুটিকে পুরস্কার দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তরুণ হালদার-সহ প্রমুখ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় কান্দরার সুদীপ্ত ঠাকুর।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় জয়ী হল ক্লাব ঐক্যতান। এমএএমসি মাঠে তারা ৮ উইকেটে ক্লাব স্যান্টোসকে হারায়। প্রথমে ব্যাট করে ক্লাব স্যান্টোস সব উইকেট হারিয়ে ১৫৫ রান করে। শুভঙ্কর দাস মণ্ডল ৫২ রান করেন। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ঐক্যতান। বাপ্পা দাস অপরাজিত ৮৫ ও বল হাতে তিনটি উইকেট নেন। সতীশকুমার রাম ২০ রান করেন এবং অরিজিৎ চট্টোপাধ্যায় তিনটি উইকেট নেন। খেলা পরিচালনা করেন প্রশান্ত সাহা।
|
সালানপুর স্কুল মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল এইচসিএল জেটিএস। তারা সোদপুর সিসিকে ৫০ রানে হারায়। প্রথমে ব্যাট করে লেফট ব্যাঙ্ক ৭ উইকেটে ১১৮ রান করে। জবাবে ৬৮ রানে শেষ হয়ে যায় সোদপুর। |