কার্যত ফাঁকা স্টল নিয়ে প্রথম বইমেলা শুরু হল অন্ডালে। অন্ডাল বইমেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। হজির ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ।
এ দিন বইমেলায় দেখা যায়, ৩০টি স্টলের মধ্যে কার্যত কুড়িটিই ফাঁকা। বাকি দশটি স্টলের কোনওটিতেই আবার সেরকম ভিড় নেই। সেখানকার বিক্রেতারা জানান, অনেক আশা নিয়ে মেলায় এসেছেন। কিন্তু মেলার প্রথম দিনেই বাসিন্দাদের কোনও উৎসাহ দেখতে পাননি। বিক্রিও কার্যত শূন্য। দৈনন্দিন খরচ উঠবে কি না, সে নিয়েই চিন্তিত তাঁরা। |
কৃষিমন্ত্রী থাকাকালীন শ’দুয়েক লোক মেলায় ছিলেন। তিনি চলে যাওয়ার পরেই মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকা। অন্ডাল গ্রামের নিখিল পাণ্ডে, রামপ্রদাসপুরের দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ সাহিত্যকেরা অবশ্য জানালেন, ধীরে ধীরে মেলা জমে উঠবে বলে তাঁরা আশাবাদী। দু’এক দিন পরেই ভিড় উপচে পড়বে বলেও মনে করছেন তাঁরা।
মেলা কমিটির কোষাধ্যক্ষ অলোক মণ্ডল অবশ্য এ দিন ভিড় না হওয়ার কথা মানতে নারাজ। তাঁর বক্তব্য, “প্রথম দিন যে ভাবে ভিড় টানতে পেরেছি, তাতে আমরা নিশ্চিত আগামী দিনে এই বইমেলায় ভিড় উপচে পড়বে।”
মেলা উপলক্ষে প্রতি দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের টানেও বহু মানুষ বইমেলায় আসবেন, আশায় আয়োজকেরা। |