হুল্লোড়
খোঁজ মিলল জটায়ুর
ত ২৮ ডিসেম্বর আনন্দplus-এ চারের পাতায় ‘কলকাতায় কেলেঙ্কারি’ লেখায়, সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা সিরিজে জটায়ু চরিত্রে অভিনয়ের জন্য যোগ্য অভিনেতা খোঁজার আবেদন জানানো হয়েছিল পাঠকদের কাছে।
কে হবেন পরবর্তী জটায়ু?
প্রশ্নের উত্তরে এর দফতরে পরিচালক সন্দীপ রায়ের উদ্দেশ্যে অসংখ্য ই-মেল এসেছে। নানা বিশিষ্ট অভিনেতাকে জটায়ুর ভূমিকায় নেওয়ার পরামর্শ
দিয়েছেন তাঁরা। এই সব চিঠি আমরা পরিচালক-প্রযোজকদের কাছে অবশ্যই পৌঁছে দেব।
পাঠকেরা জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য যে সব অভিনেতার নাম বার বার উল্লেখ করেছেন, তাঁদের মতামতও এই সংখ্যায় ছাপা হল। সেই সঙ্গে ছাপা হল পাঠকদের অগুনতি চিঠির মধ্যে থেকে বেছে নিয়ে পাঁচটি চিঠি।
১) দ্বিজেন বন্দ্যোপাধ্যায় জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির চরিত্রে ভালই মানাবেন।
মৈনাক চক্রবর্তী
mainak13@rediffmail.com

২) জটায়ুর চরিত্রে একজনকেই দেখতে চাই। বিশ্বজিৎ চক্রবর্তী। এই চরিত্রটির জন্য ওঁর বিকল্প কেউ হতে পারেন না।
অমিতাভ মাইতি
amexpressmaity@gmail.com

৩) লালমোহন গাঙ্গুলির চরিত্রে সেরা নির্বাচন মনোজ মিত্র। ওঁর শারীরিক গঠন, ভাঙা গলা, মাথার টাক এই চরিত্রের সঙ্গে পুরোপুরি মানিয়ে যাবে।
ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
chatt.indranil@gmail.com

৪) আমার লালমোহন বাবু পরাণ বন্দ্যোপাধ্যায়।
দেবস্মিতা উকিল
debosmitaukils@yahoo.co.in

৫) জটায়ু হিসেবে প্রথম পছন্দ খরাজ মুখোপাধ্যায় অথবা রুদ্রনীল ঘোষ।
চিরঞ্জীব চট্টোপাধ্যায়
chiranjib.chatterjee@gmail.com

পরিচালকের মতামত
সন্দীপ রায়: আনন্দplus-এর বেরোনোর পর অগুনতি মানুষ জন আমার কাছে এসেছেন। তাঁরা নিজেরাই জটায়ু সাজতে চান। জটায়ু খোঁজার এই প্রয়াস আমার ভাল লেগেছে। সত্যি তো পর পর ফেলুদা করতে গেলে নতুন জটায়ুর কথা একদিন না একদিন ভাবতেই হবে। যে সব শিল্পীর নাম আপনাদের ই-মেলে এসেছে তাঁদের কথা অবশ্যই ভাবব তখন।

অভিনেতারা কী বলছেন
বিশ্বজিৎ চক্রবর্তী: পাঠকেরা আমাকে জটায়ু হিসেবে ভেবেছেন শুনে ভাল লাগছে। কিন্তু জটায়ু কে হবেন, সে প্রশ্নের শেষ উত্তর আছে সন্দীপ রায়ের কাছে। যদি জটায়ু
করার সুযোগ পাই এই জায়গাটা ফুটিয়ে তুলে ‘হিউমার’ তৈরির চেষ্টা করব।

পরাণ বন্দ্যোপাধ্যায়:
তাই নাকি? আমাকে সব চেয়ে বেশি পাঠক জটায়ু হিসেবে কল্পনা করেছেন? তাঁদের কথাই তো আর শেষ কথা নয়। পরিচালক আছেন, প্রযোজক আছেন। তবে এর আগে জটায়ু যাঁরা করেছেন তাঁরা প্রত্যেকেই মারা গিয়েছেন। সেই জন্য আমি জটায়ু করতে ভয় পাব না। অত সহজে মরছি না। অনেকের শ্রাদ্ধের ডাঁটা চচ্চড়ি খেয়ে তবে মরব।

দ্বিজেন বন্দ্যোপাধ্যায়: দর্শক আমাকে জটায়ু হিসেবে দেখতে চান এরকম একটা কথা আমি অনেক দিন ধরেই শুনে আসছি। জটায়ু চরিত্রটা যদি করতে পারি তবে সেটা আমার কাছে খুব বড় পুরস্কার হবে। জটায়ু যিনি করেন, তিনি মারা যান এটা একটা কাকতালীয় ব্যাপার। যাঁরা জটায়ু করেছেন, তাঁরা প্রত্যেকেই বিভিন্ন কারণে মারা গিয়েছেন। মরতে তো একদিন হবেই, সেজন্য জটায়ু করব না এমন কুসংস্কার আমার নেই।

খরাজ মুখোপাধ্যায়: আমার চেহারার সঙ্গে জটায়ুর চেহারার কোনও মিল নেই। পাঠক বা দর্শক চাইলেই যে পরিচালক চাইবেন এমন নয়। আমি জটায়ু করলে অনেক মেক আপ লাগবে। এক বার ‘গুপী গাইন বাঘা বাইন’ করার কথা ভেবেছিলেন সন্দীপ রায়। তখন বাঘা বাইনের চরিত্রে আমাকে ভাবা হয়েছিল। শুনেছি এই ছবিটা যদি হয় আমি লাইনে আছি। জটায়ুর কথা কখনও ওঠেনি।

রুদ্রনীল ঘোষ: সন্তোষ দত্তের মতো অভিনেতা জটায়ু চরিত্রটিকে একটা ব্র্যান্ড করে ফেলেছেন। যদি এই চরিত্রে আমাকে অভিনয় করতে হয়, আমি পারফর্ম করব সেই ব্র্যান্ড মনে রেখেই। পরিচালক না বললে নতুন কিছু করার চেষ্টা করব না।

পাঠকদের নির্বাচনে টপ ফাইভ জটায়ু
১. পরাণ বন্দ্যোপাধ্যায় ২. বিশ্বজিৎ চক্রবর্তী ৩. দ্বিজেন বন্দ্যোপাধ্যায়


৪. খরাজ মুখোপাধ্যায়

৫. রুদ্রনীল ঘোষ



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.