|
|
|
|
প্রসেনজিত্ @৩০ |
অভিনয় জীবনের তিরিশ বছর পূর্তিতে তাঁকে নিয়েই মে মাসে শহরে আস্ত ফিল্ম ফেস্টিভ্যাল। লিখছেন নীল |
নায়ক হিসাবে তাঁর প্রথম ছবি ‘দু’টি পাতা’ যে বছর মুক্তি পায়, সেই বছরই কপিল দেবের টিম ইংল্যান্ডে বিশ্বকাপ জেতে।
২০১৩-র সরস্বতী পুজোর দিন তিনি মিশরের রাজধানী কায়রোতে শু্যটিং করছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরের ছবি ‘মিশর রহস্য’র জন্য।
মাঝখানের এই তিরিশ বছর টলিউডের সব চেয়ে বড় স্টার হিসাবে রয়েছেন তিনি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।
এবং এই দীর্ঘ অভিনয়-জীবনকে সম্মান জানাতে বেঙ্গলি ফিল্মস লাভার্স সোসাইটি একটা গোটা চলচ্চিত্র উত্সবেরই আয়োজন করেছে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বাছাই করা তিরিশটি ছবি নিয়ে।
কবে হবে এই উত্সব? ‘বেঙ্গলি ফিল্মস লাভার্স সোসাইটি’র তরফে জয়ন্ত কুমার ঘোষ বললেন, “মে মাসের ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে ‘প্রসেনজিত্ চলচ্চিত্র উত্সব’। এখনও পর্যন্ত যা ঠিক আছে আমরা নন্দন, স্টার আর উত্তম মঞ্চে এই অনুষ্ঠানটি করব। |
|
কী কী ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উত্সবে?
তাঁর প্রথম ছবি ‘দু’টি পাতা’ তো থাকবেই। তা ছাড়া ‘দোসর’, ‘চোখের বালি’, ‘মনের মানুষ’, ‘ক্লার্ক’, ‘বাইশে শ্রাবণ’ থেকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সংগ্রাম’, ‘প্রতিবাদ’, ‘পৃথিবীর শেষ স্টেশন’। সব রকমের ছবিই থাকবে
এই উত্সবে। এ ছাড়াও জানা গেল, ‘উত্সব’, ‘জ্যোতি’, ‘এক পশলা বৃষ্টি’, ‘দায় দায়িত্ব’, ‘পুরুষোত্তম’, ‘বিয়ের ফুল’, ‘শুধু তুমি’, ‘অপরাজিতা তুমি’ ও ‘সাংহাই’-এর মতো ছবিও প্রদর্শিত হবে।
জানা গেল, প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটির প্রথম হিট ছবি হিসাবে চলচ্চিত্রকর্তাদের ইচ্ছে ছিল ‘মনের মানুষ’ ছবিটাকে প্রদর্শিত করার। কিন্তু পরবর্তী কালে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ মুক্তি পাওয়ার পর নাম নিয়ে একটা বিভ্রান্তি হবে বলে উত্সব কমিটি ছবিটাকে রাখবেন কি না এখনও ঠিক করেননি। “খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে
নেব আমরা ‘মনের মানুষ’ নিয়ে,” বলছেন জয়ন্তবাবু।
এ রকম একটি উত্সব তাঁকে নিয়ে হচ্ছে শুনে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় যথেষ্ট উত্তেজিত।
“ত্রিশ বছর একটা দীর্ঘ সময়। এই সময় ইন্ডাস্ট্রির অনেক মানুষকে পাশে পেয়েছি। আমার পরিচালক, প্রোডিউসর, কো-স্টার সবার অবদান আছে আজকের প্রসেনজিত্ চট্টোপাধ্যায় হওয়ার পিছনে। ভাল লাগছে ‘বেঙ্গলি ফিল্মস লাভার্স সোসাইটি’ এ রকম একটি উদ্যোগ নেওয়ায়,” কায়রো থেকে বললেন প্রসেনজিত্। |
|
|
|
|
|