টুকরো খবর
প্রচারে জোর তৃণমূলের
উপনির্বাচনের মুখে বুধবার মালদহে এসেছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন উপনির্বাচনে দলের প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী। ছিলেন স্থানীয় পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারও। তারপরে এ দিন সন্ধ্যা থেকে প্রচারে নামেন দুলালবাবু। মনোনয়নপত্র দাখিলের সময়ে বা প্রচারে এদিনের আগে অবধি কোনও সময়ই দুলালবাবুকে দেখা যায়নি। কৃষ্ণেন্দুবাবু বলেন, “আমি খুশি। রাজ্য সভাপতির নির্দেশে আমরা সবাই এক সঙ্গে প্রচার শুরু করে দিয়েছি।” সুব্রতবাবু বলেছেন, “২০১১ সালে ইংরেজবাজারে কৃষ্ণেন্দু চৌধুরী যত ভোটে জিতেছিলেন, এ বার ওঁকে আরও ৫ হাজার বেশি ভোটে জেতাতে পারলে তবেই নেত্রীকে একটা উপহার দেওয়া হবে।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা ইরেজবাজার বিধানসভা উপনির্বাচনে দলের পর্যবেক্ষক গৌতম দেব বলেন, “দলের একাংশ প্রচারে নামেননি একথা ঠিক নয়। আমাদের দলের কিছু দায়িত্ব প্রকাশ্যে থাকে। কিছু দায়িত্ব অপ্রকাশ্যে থাকে। আমদের দলের কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে নিবার্চনী প্রচারে নেমেছেন।” দুলালবাবু অবশ্য এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।

ব্যাহত ফর্ম পূরণ, নালিশ
ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে অস্থায়ী কর্মীর গোলমালের জেরে দিনহাটা কলেজে প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় দিনহাটা কলেজে ঘটনার জেরে ক্ষুব্ধ ছাত্ররা প্রায় আধঘন্টা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কলেজ সূত্রেই জানা গিয়েছে, ১২ ও ১৩ জানুয়ারি কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির ফর্ম ফিলাপের দিন নির্দিষ্ট করা হয়। এদিন নির্ধারিত সময় সাড়ে পাঁচটার পরেও কয়েকশ ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে ছিলেন। দায়িত্বে থাকা এক অস্থায়ী কর্মী সেই সময় বাথরুমে যান। সেই সঙ্গে অধ্যক্ষ তাঁর জামার কলার ধরে বার করে দেন বলে অভিযোগ। ওই অস্থায়ী কর্মী সুব্রত সাহা বলেন, “টিচার্স কমন রুমের বাথরুমে যাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার কলার চেপে ধরে হেনস্তা করে ঘাড় ধাক্কা দেন। আমি পরিচালন সমিতিতেও অভিযোগ করব।” আর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত চক্রবর্তী বলেন, “হেনস্তার ব্যাপার নেই। কোনও ছাত্র টিচার্স কমন রুমের বাথরুমে ঢুকেছে ভেবে ভুল করে পিছন থেকে ওঁকে সরিয়ে দিই। অযথা ভিত্তিহীন কথা বলা হচ্ছে।” এই গোলমালে বন্ধ হয়ে যায় ফর্মফিলাপ প্রক্রিয়া। পরে ছাত্র বিক্ষোভের পর ঠিক হয়, ১৮ ফেব্রুয়ারি ফের ফর্ম ফিলাপ হবে।

বইমেলায় প্রতিবাদ
বইমেলায় কালো ব্যাজ পড়ে ঘুরে প্রতিবাদ জানাল সিপিএম। বুধবার সন্ধ্যায় ইসলামপুরের বই মেলা যান সিপিএম এর সদস্যরা। তাঁদের অভিযোগ, বই মেলা নিয়ে দলতন্ত্র চলছে। সিপিএম এর কোনও সদস্যকে কমিটিতে রাখা হয়নি। এমনকি মেলার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। স্থানীয় বই বিক্রেতারাও মেলায় জায়গা পাননি। সিপিএম নেতা বিকাশ দাস জানান, গণতন্ত্রের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্যই করে কালো ব্যাজ পড়ে মেলায় সদস্যরা গিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জাভেদ আখতার বলেন, “আগে বইমেলা হত কেউই জানতেন না। সিপিএম সমস্ত মিথ্যা অভিযোগ করছে।”

অবরোধে নাকাল
কংগ্রেস ও ছাত্র পরিষদের অবরোধে নাকাল হলেন কোচবিহারের বিভিন্ন রুটের নিত্যযাত্রীরা। বুধবার স্টেশন মোড় ও পুলিশ লাইন চৌপতিতে বেলা ১১ টা থেকে এক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরা। নেতৃত্ব দেন পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু। গার্ডেনরিচের গুলিকান্ড ও অধীর চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজুর প্রতিবাদে অবরোধ হয়। ছাত্র পরিষদ গুঞ্জবাড়ি ও খাগরাবাড়িতে দুপুর ২ টা থেকে দু’ঘণ্টা অবরোধ করে। খাগরাবাড়িতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি রাহুল রায়। দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জের বিভিন্ন এলাকাতেও অবরোধ হয়।

ধিক্কার মিছিল
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী-সহ কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে ধিক্কার মিছিল করল কংগ্রেস। বুধবার বিকালে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে দলের জেলখানা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত ধিক্কার মিছিল করা হয়। এরপর দলের তরফে প্রায় আধঘন্টা শিলিগুড়িমোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি গার্ডেনরিচে দুষ্কৃতীদের গুলিতে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন মোহিতবাবুরা।

বিদ্যুৎ বিভ্রাট
লোডশেডিং-এর জেরে জেরবার মালবাজার বাসিন্দারা। মাধ্যমিক পরীক্ষার আর মাত্র ১২ দিন। সেখানে সন্ধ্যার পর থেকেই একঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। ভরসা লন্ঠন আর মোম। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মালবাজার মহকুমা কমিটির সম্পাদক মোহিত শিকদার জানান, পরীক্ষা এগিয়ে আসছে ততই লোডশেডিং বাড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনে নামা হবে। মালবাজারের পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ বন্টন কোম্পানির উত্তরবঙ্গের জোনাল ম্যানেজার অশোক সিংহ।

কালী মন্দিরে চুরি
তালা ভেঙে কালীমন্দিরে ঢুকে মূর্তি সোনা রূপোর অলঙ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের গোপালপুর এলাকায়। মঙ্গলবার রাতে এলাকার কর্মকারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। বুধবার সকালে চুরির ঘটনার কথা জানাজানি হয়। মন্দির কমিটির সম্পাদক রঘুনাথ কর্মকার জানান, দেবীর রুপোর মুকুট, খর্গ ছাড়াও সোনার গয়নাও চুরি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.