নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একদিকে, কংগ্রেসের অবরোধ, তার ঘণ্টাখানেকের মধ্যে তৃণমূল শ্রমিক সংগঠনের মিছিলকে ঘিরে যানজটে হাঁসফাস অবস্থা হল শিলিগুড়ি শহরের। বুধবার গার্ডেনরিচে কলেজ নির্বাচনকে ঘিরে অশান্তি ও অধীর চৌধুরী সহ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ তুলে মহানন্দা সেতু লাগোয়া মোড় ও সেবক মোড়ে পথ অবরোধ করে কংগ্রেস। সোয়া ১২টা থেকে আধ ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। ফলে শহরের হিলর্কাট রোড, বিধান রোড ও সেবক রোডে তীব্র যানজট হয়। সাইকেল, বাইক চলাচলেও বাধা দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, অবরোধের জেরে দীর্ঘক্ষণ তাঁদের আটকে থাকতে হয়। হাসমিচকে সেনা বাহিনীর জওয়ান দুই বাইক আরোহীর সঙ্গে কংগ্রেস কর্মীরা বচসায় জড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পুলিশ অবরোধের ঘটনায় একটি মামলা দায়ের করেছে।
দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার বলেন, “রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। কংগ্রেস কর্মীদের হামলা সংগঠিত করা হচ্ছে। দলের সাংসদ থেকে নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতেই আমরা রাস্তায় নেমেছি। আন্দোলন চলবে।” |
পুলিশ সূত্রের খবর, এ দিন ১২টা নাগাদ হাসমিচক দলের জেলা দফতরের সামনে থেকে মিছিল বের করে কংগ্রেস। সে সময়ই হিলকার্ট রোড বন্ধ হয়ে যায়। শঙ্করবাবু ছাড়াও মিছিলে শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত ছিলেন। মিছিলটি মহানন্দা পার লাগোয়া মোড়ে গিয়ে অবরোধ শুরু করে। তার আগেই জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় ঘটক ও দেবাশিষ ঘোষের নেতৃত্বে অবরোধ শুরু হয়। হিলকার্ট রোড বন্ধ হয়ে গেলে বেশ কিছু গাড়ি সেবক রোড ও বিধান রোড হয়ে গলির রাস্তা ধরে চলাচল করার চেষ্টা করে। ফলে গোটা শহর যানজটের ফাঁসে আটকে যায়। সুজয়বাবু বলেন, “অবরোধের জেরে যাত্রীদের কিছু সমস্যা হয়েছে এটা ঠিক। কিন্তু বাংলার যে অবস্থা তাতে রাস্তায় নেমে আন্দোলন ছাড়া অন্য কোনও পথ নেই।”
কংগ্রেসের অবরোধের পরে ট্রাফিক পুলিশ শহরে নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এর মধ্যে দুপুর ২টো নাগাদ আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ডাকা বন্ধের বিরোধিতা করে শহরে মিছিল বের করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মিছিলটি হিলকার্ট রোড, সেবক রোড ও বিধান রোডে যায়। ফলে ফের যানজট তৈরি হয়। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অরূপরতন ঘোষ বলেন, “বন্ধের বিরোধিতায় মিছিল হয়েছে। যানজট যাতে না হয়, সে দিকে লক্ষ্য রেখেই মিছিল করা হয়েছে। কিন্তু তার আগে অবরোধ হওয়ায় যানজট হয়।” |