২১শে ছাড় পরিবহণে, বিভ্রান্তি উড়িয়ে বলল সিটু |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রীয় নেতৃত্ব যা-ই বলুন, ২১ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের আওতা থেকে পশ্চিমবঙ্গে পরিবহণকে ছাড় দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখছে রাজ্য সিটু। ভাষা দিবস পালনের কথা মাথায় রেখেই ওই দিন এ রাজ্যে শুধু শিল্প ধর্মঘট হবে বলে ফের জানিয়ে দিয়েছেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। পরিবহণকে ছাড় দেওয়ার ফলে ২১ তারিখ জনজীবন অনেকটাই সচল রাখা যাবে বলে আশা করা হচ্ছে। ভাষা দিবসের যুক্তি সামনে রেখে দেশব্যাপী দু’দিনের সাধারণ ধর্মঘটের মধ্যে এ রাজ্যে এক দিনই বন্ধ করার কথা প্রকাশ্যেই দৃঢ় ভাবে জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য সিটু প্রকৃতপক্ষে সেই রাস্তাতেই হাঁটছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক ১০ হাজার টাকা করা-সহ ১০ দফা দাবিতে ২০-২১ ফেব্রুয়ারি সারা দেশে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস-বিজেপি’র সংগঠন-সহ ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বুদ্ধবাবুদের যুক্তি মেনে রাজ্য সিটু এক দিন সাধারণ ধর্মঘট শিথিল করার পথে গেলেও বাকি বামপন্থী ইউনিয়নগুলির মধ্যেই এই নিয়ে দ্বিমত ও বিভ্রান্তি রয়েছে। কিন্তু বুধবার কলকাতা পুরসভা সংলগ্ন চ্যাপলিন স্কোয়ারে ধর্মঘটের সমর্থনে সব ক’টি ইউনিয়নের এক সভা থেকে সিটুর রাজ্য সভাপতি শ্যামলবাবু পরিষ্কারই বলে দিয়েছেন, “২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপিত হবে। সে দিন আমরা এখানে পরিবহণকে ছাড় দিচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্ব কী বলেন, অপেক্ষা করছি। কিন্তু এখানে বিকল্প নেই। মানুষকে নিয়েই আমাদের চলতে হয়। ভাষা দিবসকে শহিদ দিবসের মর্যাদা দেওয়াও শ্রমিকের লড়াইয়ের অঙ্গ। সে কথা মাথায় রাখতে হবে।” একই সভায় এআইটিইউসি-র রাজ্য সম্পাদক রণজিৎ গুহ বা আইএনটিইউসি নেতা রমেন পাণ্ডে ২১ তারিখ ছাড় দেওয়ার ব্যাপারে কথা বলেননি। |