জেলা একাঙ্ক নাটক কেন্দায়
নিজস্ব সংবাদদাতা • কেন্দা |
আদিবাসী ভাষায় রচিত জেলাস্তরের একাঙ্ক নাটক প্রতিযোগিতা সম্প্রতি হয়ে গেল কেন্দা থানার কুড়ুকতোপাতে। পূর্বাঞ্চল আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সদস্য নিয়তি মাহাতো জানান, পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে ৬১টি দল প্রতিযোগিতায় যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছিল। দলগুলিকে দু’টি বিভাগে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে প্রথম হয় বলরামপুর ব্লকের সাপুয়াগোড়া খেরওয়াল জুমিত গাঁওতা, দ্বিতীয় হয় পুঞ্চা ব্লকের পড়াশিগোড়া সারনা মহিলা গায়ান গাঁওতা এবং তৃতীয় হয় মানবাজার ১ ব্লকের রত্নাডি লাগচার আরযাও মহল। ‘বি’ গ্রুপে প্রথম হয় পুঞ্চার জুমিত দাড়ে সপহর সমিতি, দ্বিতীয় মানবাজার ২ ব্লকের ডাঙ্গরডি আদিবাসী শিশিরজালি গাঁওতা এবং তৃতীয় হয় কাশীপুরের মিহি আদিবাসী গিদরা উতনাও গাঁওতা। অনগ্রসর কল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক নির্মাল্য ঘড়ামি বলেন, “প্রথম স্থানাধিকারী দলগুলি রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।”
|
দুর্ঘটনায় শিশু সহ মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু-সহ তিনজনের। মৃতেরা হল আড়শা থানার আহাড়রা গ্রামের প্রকাশ মাহাতো (৩), পাড়া থানার শ্যামপুর গ্রামের সন্দীপ বাউরি (৫) ও হুড়ার বাসিন্দা দুর্গাবালা পাণ্ডে (৬৭)। বুধবার সকালে শিরকাবাদ বাসস্টপে রাস্তার পাশে বাবার কোলে ছিল প্রকাশ। একটি ট্রাক্টর তাদের ধাক্কা মারলে বাবার কোল থেকে ছিটকে পড়ে প্রকাশের মৃত্যু হয়। তার বাবা রাজেন মাহাতোকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিনই হুড়া হাইস্কুলের কাছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস দুর্গাবালাদেবীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় খেলা সেরে বাড়ি ফিরছিল সন্দীপ। রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়।
|
কংগ্রেসের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
|
বুধবার হুড়ায় রাস্তা আটকে কংগ্রেস কর্মীরা। |
সাঁইথিয়ায় অবরোধ করে কংগ্রেস। |
—নিজস্ব চিত্র। |
|
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর নামে অভিযোগ করার প্রতিবাদে বুধবার পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করল কংগ্রেস। একই সঙ্গে কলকাতার গার্ডেনরিচে গুলিতে পুলিশ আধিকারিকের মৃত্যুর প্রতিবাদও তাঁরা জানান। পুরুলিয়া শহর, রঘুনাথপুর শহর, বলরামপুর, ঝালদা, কাশীপুর, হুড়া ও কোটশিলায় থানা এলাকায় কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করেন। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া হাইস্কুল লাগোয়া রাস্তায় ওই পুলিশকর্মীর মৃত্যুতে নিরবতা পালন করেন কংগ্রেস কর্মীরা। অবরোধে নাকাল হন রাস্তায় বের হওয়া মানুষজন।
|
মজুরি বৃদ্ধির দাবি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পতালুকের চারটি কারখানার অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি তুলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। দৈনিক ২৫১ টাকা হারে অদক্ষ শ্রমিকদের মজুরি ও পে-স্লিপ দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। সংগঠনের তরফে উদয় ভকত বলেন, “ওই চারটি কারখানার কর্তা ও শ্রম দফতরকে দাবিগুলি জানিয়েছি।” বিষ্ণুপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুভাষ মুখোপাধ্যায় বলেন, “কারখানাগুলির সঙ্গে কথা বলব। |