পেনশন, শিক্ষাকর্মীদের বিশেষ ভাতা, কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ-সহ একগুচ্ছ দাবিতে শিক্ষক-শিক্ষিকারা স্কুল গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। অনির্দিষ্টকালের এই অবস্থান-বিক্ষোভের জেরে অবচলাবস্থা তৈরি হয়েছে লাভপুরের গোপালপুর জওহর নবোদয় বিদ্যালয়ে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ বাসিন্দাদের।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসিক ওই স্কুলে ৩০৯ জন ছাত্রছাত্রী হস্টেলে থেকে পড়াশোনা করে। শিক্ষক-শিক্ষিকা-সহ অন্যান্য কর্মী রয়েছেন ২৫ জন। এই অবস্থায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৪ দফা দাবিতে পঠনপাঠন-সহ অন্যান্য কাজ বয়কট করে স্কুল গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন শিক্ষক শিক্ষিকারা। স্বাভাবিক ভাবে পঠনপাঠন শিকেয় উঠেছে। বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছাড়া অন্যান্য ছাত্রছাত্রী। একাদশ শ্রেণির মণীষা মণ্ডল, দশম শ্রেণির জুন দত্তদের কথায়, “কী করব শুধু শুধু হস্টেলে পড়ে থেকে। প্রশাসনও কোনও সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে না। মাঝ খান থেকে আমাদেরই ক্ষতি হচ্ছে।”
শিক্ষক রাজর্ষি পালিত, শিক্ষিকা সাধনা চৌধুরী বলেন, “দীর্ঘ দিন ধরে আমারা দাবিগুলি নিয়ে বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তাই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি।” কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? ওই স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “শুধু ওই স্কুলেই নয়, দেশজুড়ে নবোদয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করি তাঁরা এ ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন।” |