একশো দিন কাজে পঞ্চম
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চলতি আর্থিক বছরে (১১ ফেব্রুয়ারি পর্যন্ত) ১০০ দিন প্রকল্পে বীরভূমে ৬ লক্ষ ৫৮ হাজার ৬৪টি জবকার্ডধারী পরিবারের মধ্যে ১০০ দিন এবং তার কিছু বেশি দিন কাজ পেয়েছেন মাত্র ৮ হাজার ৫৭৭টি পরিবার। সমগ্র জেলায় ১৬৭টি পঞ্চায়েতে গড় কাজ হয়েছে মাত্র ৩০ দিন। এই পরিসংখ্যানে অবশ্য খুশি জেলা প্রশাসন। একশো দিন প্রকল্পে জেলা নোডাল অফিসার বিশ্বজিৎ মোদক জানান, খরচের দিক দিয়ে বর্ধমানের পর পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও কাজ দেওয়ার ক্ষেত্রে বর্ধমানের পর হুগলি দ্বিতীয় স্থানে। বীরভূম রয়েছে তৃতীয় স্থানে। এখনও পর্যন্ত বীরভূম জেলায় কাজ পেয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ৭৭৪টি পরিবার। এর মধ্যে মহিলারা কাজ পেয়েছেন ২৬.৭১ শতাংশ। মহিলাদের বেশি কাজ দেওয়া যায়নি বলে স্বীকার করে নিয়েছেন বিশ্বজিৎবাবু। তবে আদিবাসীদের ক্ষেত্রে ৫১ হাজার ৫৪৫টি পরিবারকে কাজ দেওয়া গিয়েছে। তিনি বলেন, “জেলায় মোট ৩৩ লক্ষ ২৬ হাজার ৮০৭ দিন কর্মদিবস তৈরি হয়েছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ২৭৮ কোটি ৩০ লক্ষ টাকা।” ওই টাকায় ৭৫ ভাগ শ্রমদিবস ও ২৫ ভাগ আনুষঙ্গিক খরচ হয়েছে বলে দাবি বিশ্বজিৎবাবুর। প্রচুর পুকুর, বন, রাস্তা প্রভৃতি স্থায়ী সম্পদ তৈরি হয়েছে। নোডাল অফিসারের আরও দাবি, “ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতি এলাকায় এলাকায় ১০০ দিন প্রকল্পে প্রায় ৮ হাজার উন্নতমানের শৌচাগার নির্মাণ হয়েছে। পঞ্চায়েত গত ভাবে ১০০ দিন প্রকল্পে এই জেলা ১ নম্বরে রয়েছে। সব মিলিয়ে রাজ্যের পঞ্চম স্থানে রয়েছে বীরভূম।”
|
গুলিতে জখম, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
অড্ডা চলছিল। হঠাৎ কোনও বিষয়ে বচসা বাধলে এক জন গুলি করে অন্যজনকে। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জখম শেখ স্বপন নামে ওই বাসিন্দাকে সঙ্গে সঙ্গে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা শেখ আক্রম ও কয়েক জন আড্ডায় ডেকে জখম করেছে স্বপনকে। আহতের দাদা শেখ মনোজের এই আভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ লালান নামে এক জনকে গ্রেফতার করছে বুধবার। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “কেন ও কী কারণে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।”
|
অপমৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরেশ্বর থানার ঝলকা গ্রামের মিহির ধীবর নামে বছর ২৬-এর ওই যুবক মঙ্গলবার রাতে ঘুমোতে যাওয়ার সময়ে বাড়িতে রাখা কীটনাশক খান। বুধবার সকালে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, টিউশন করে সংসার চালাতেন মিহিরবাবু। বাড়িতে স্ত্রী ও শিশুপুত্র রয়েছে। মানসিক অবসাদের কারণে ওই যুবক কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আজ শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
নারী নির্যাতন রোধে জন সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে বিশ্বভারতী। বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ বৃহস্পতিবার একটি বিশেষ শোভাযাত্রা হবে। মানববন্ধনের মধ্য দিয়ে শ্রীনিকেতন থেকে শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ পর্যন্ত এই শোভাযাত্রা হবে। উদ্যোক্তাদের পক্ষে ব্রতীন বিশ্বাস জানান, বাল্য বিবাহ, পণপ্রথা, মহিলা নির্যাতন-সহ একাধিক বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই প্রয়াস।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
কর্মরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক আরপিএফ কর্মীর। বুধবার সকালে সাঁইথিয়া স্টেশনের পূর্ব কেবিনের অদূরে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মহম্মদ আজিবুল খান (৩১)। ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রামে তাঁর বাড়ি। আরপিএফ সূত্রের খবর, আপ লাইনে কয়লাবাহী মালগাড়ি যাচ্ছিল। সেই মালগাড়ির রক্ষণাবেক্ষণ করার সময় ডাউন লাইনে আসা রাঁচিগামী কামাক্ষ্যা-রাঁচি এক্সপ্রেস তাঁকে ধাক্কা মারে।
|
সাক্ষ্যগ্রহণ স্থগিত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার স্থগিত থাকল। সরকার পক্ষের আইনজীবী তপনকুমার দে জানান, এ দিন বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহ ছুটিতে থাকায় দুই পুলিশ কর্মীর সাক্ষ্য নেওয়া যায়নি। পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী বিচারকের নির্দেশে আগামী সোমবার এই মামলার সাক্ষ্য নেওয়া হবে। |