• খয়রাশোলের লোকপুর ফোমতাড়া খান স্পোর্টিং ক্লাব পরিচালিত ১৬ দলীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় কমলপুর স্পোর্টিং ক্লাব। ১০ ফেব্রুয়ারি খণ্ডিগ্রাম সংলগ্ন মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেট খুইয়ে ১৬১ রান করে কমলপুর। জবাবে বারাবনী ক্রিকেট ক্লাব ১১৮ রান করে অল আউট হয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে-- কমলপুরের মুবারক আলি এবং বাবন আড্য।
• স্থানীয় কলেজ মাঠে ৯ ফেব্রুয়ারি হয়ে গেল ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত সরস্বতী শিশু শিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৩২টি ইভেন্টে ২০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ চন্দ্রনীল ঘোষ ও নিতাইপদ ঘোষ, লোকপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দে, মাজিয়ারা হাইস্কুলের সহকারী শিক্ষক অনুপম সরকার, প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ ঘোষ প্রমুখ। প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য জানান, প্রতিযোগিতায় অভিভাবকদের অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করে।
• সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল সিউড়ি সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুলের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৩২টি ইভেন্টে ৭০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। খেলায় হাজির ছিলেন স্কুলের কর্মাধ্যক্ষ আলফ্রেড জুডে পিটার, মল্লারপুর ধরণীদেবেন হাইস্কুলের প্রধান শিক্ষক চঞ্চল দাস প্রমুখ। টিচার-ইন-চার্জ প্রবীর রায় বলেন, “যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশুশ্রমিক, বইবন্ধু, পরিবেশ বন্ধু বিষয়ক উপস্থাপনা নজর কাড়ে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।”
• সাঁইথিয়া রেল ময়দান কমিটির পরিচালনায় ১৭ ফেব্রুয়ারি রেল মাঠে হবে ভাস্কর ভট্টাচার্য এবং মিনতি বন্দ্যোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতা। দিন রাতের খেলায় বর্ধমান জাতীয় সঙ্ঘ, বর্ধমান অগ্রদূত, হাওড়া জিআরপি, সিউড়ি রক্ষাকালী ক্লাব, নৈহাটি এসি এবং বর্ধমান একাদশ যোগ দেবে। আয়োজক সংস্থার সম্পাদক জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, উইনার্স ও রানার্স দলকে আর্থিক পুরস্কারও দেওয়া হবে।
• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় এক দিবসীয় প্রীতি ক্রিকেট ম্যাচ। সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলায় মুখোমুখি হবে সিএবি একাদশ ও বাংলাদেশ একাদশ। |