টুকরো খবর
দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধান
সিপিএম পরিচালিত ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দুই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ করলেন বনগাঁর বিডিও সুশান্ত কুমার বসু। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, গত অগস্ট মাসে ওই পঞ্চায়েতের বাসিন্দারা প্রশাসনের কাছে ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেন। মূলত রাস্তা নির্মাণের ক্ষেত্রেই এই অভিযোগ করা হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তা তৈরিতে যত ইট ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি পরিমাণ ইট দেখানো হয়েছে। কোনও রাস্তার চার ভাগের তিন ভাগ জায়গায় ইটই পড়েনি। যে রাস্তা করার কথা, তা না করে অন্য রাস্তা করা হয়েছে। অভিযোগ পেয়ে ব্লক ও জেলা প্রশাসন তদন্তে নামে। তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে সূত্রের দাবি। যদিও অভিযোগ অস্বীকার করে বনগাঁ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের গোবিন্দ মণ্ডল বলেন, “সমস্তটাই আমাদের বিরুদ্ধে চক্রান্ত। এর প্রতিবাদে সাধারণ মানুষ পথে নামবেন। পঞ্চায়েতের আগে তৃণমূল রাজনৈতিক স্বার্থে প্রশাসনকে ব্যবহার করছে।” সিপিএমের দাবি, এক মহিলা ইন্দিরা আবাস যোজনায় টাকা পেয়েও ঘর না করায় তাঁকে শো-কজ করা হয়। তারপরেই তিনি মিথ্যা অভিযোগ করেছেন। বনগাঁ (উত্তর) কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাস বলেন, “প্রশাসনিক তদন্তে ওই প্রধানের দোষ প্রমাণিত হয়েছে। প্রশাসনই অভিযোগ করেছে। এখানে তৃণমূলের কোনও ভূমিকা নেই।”

বৃত্তির টাকার দাবিতে স্কুলে তালা ছাত্রদের
স্কুলের তপসিলি জাতি-উপজাতি বৃত্তির টাকার দাবিতে দু’দিন ধরে স্কুল তালা বন্ধ করে রাখল ছাত্ররা। গোসাবার সুন্দরবন কোস্টাল থানা এলাকার দয়াপুর পিসি সেন হাইস্কুলের ঘটনা। মঙ্গলবার স্কুলের গেটে তালা দিয়ে বৃত্তির দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্ররা। বুধবারও তালা খোলা হয়নি। ছাত্রদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণে তারা ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবর্ষের তপসিলি জাতি-উপজাতি বৃত্তির টাকা পাচ্ছে না। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সমীরকান্তি জোতদার বলেন, “সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্কুল হওয়ায় অনেক সময় খবর পেতে দেরি হয়। ছাত্রদের বৃত্তির টাকা পাওয়ার জন্য ব্যাঙ্কে জিরো ব্যালান্সে পাসবই খুলতে হয়। কিন্তু ব্যাঙ্ক ওই পাশবই খুলতে রাজি না হওয়ায় দেরি হয়। পরে অ্যাকাউন্ট খোলা হলেও টাকা আসতে দেরি হয়।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক শরৎ তরফদার বলেন, “ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যা হয়েছে। আমি ছাত্র ও প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।”

শিশু পাচারের অভিযোগ, ধৃত ৩
এক সদ্যোজাতকে পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। পুলিশ জানায়, বুধবার ক্ষিতীশ নস্কর, শ্রীন্নতি নস্কর নামে দু’জনকে বাসন্তীর ফুলমালঞ্চ থেকে এবং কুতুবউদ্দিন সেখ নামে একজনকে ভাঙনখালি থেকে গ্রেফতার করা হয়। এদিন গোপন সূত্রে জানা যায়, এক সদ্যোজাতকে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হবে। সেইমত অভিযান চালিয়ে ক্ষিতীশের বাড়ি থেকে ওই সদ্যোজাতকে উদ্ধার করা হয়।

স্মরণসভা
প্রয়াত তৃণমূল নেতা বিমান দত্তের ৭০ তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করল বিমান দত্ত স্মৃতিরক্ষা কমিটি। মঙ্গলবার দেশবন্ধু পার্কে স্মরণসভা হয়। বের হয় শোভাযাত্রাও। উপস্থিত ছিলেন সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, বিমানবাবুর স্ত্রী তপতী দত্ত।

স্মারকলিপি
বকেয়া বেতনের দাবি জানালেন উত্তর ২৪ পরগনার শিশুশ্রমিক কল্যাণ বিদ্যালয়ের শিক্ষকেরা। মঙ্গলবার জেলাশাসকের দফতরে শিশুশ্রমিক কল্যাণ বিদ্যালয়ের প্রকল্প আধিকারিক প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেন তাঁরা।

ধৃত দুই দুষ্কৃতী
খুন, ডাকাতি, তোলাবাজির অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি রিভলভার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত হাড়োয়ার আমতা খাটরা গ্রামের বাসিন্দা আনারুল মোল্লা ও ভবানীপুরের বাসিন্দা হাফিজুল শেখের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরাবুল জেল-হাজতেই
বারুইপুরের মহকুমা আদালতে তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন ফের খারিজ হয়ে গেল। বুধবার বিচারক তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। গত ৬ জানুয়ারি কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলায় সিপিএম নেতা রেজ্জাক মোল্লাকে মারধর এবং জানুয়ারি বামনঘাটায় সিপিএমের মিছিলে গুলি ও বোমা ছোড়ার অভিযোগে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুলকে গ্রেফতার করা হয়। রেজ্জাককে মারধরের মামলায় জামিন পান তিনি। সিপিএমের মিছিলে বোমা ও গুলি ছোড়ার মামলায় তাঁর জামিন হয়নি। আলিপুর জেলা দায়রা আদালতও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরাবুলকে এ দিন বারুইপুর আদালতে তোলেনি পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.