নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু বসিরহাট টাউন স্কুলের নবম শ্রেণির ছাত্র শুভম দে’র কোনও হদিস এখনও পায়নি পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভম। তদন্তে নেমে শুভমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ শুভমের দুই বন্ধু দশম শ্রেণির দুই ছাত্র মিহির দাস ও অনুপম মণ্ডলকে ৯ গ্রেফতার করে। জেরায় ধৃত অনুপম ও মিহির জানায়, বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে মিহির ও শুভম ট্রেনে ওঠে। মিহিরের দাবি, সে ও শুভম কাজের খোঁজে কলকাতা গিয়েছিল। সে ফিরে এলেও শুভম ফিরতে চায়নি। অনুপম অবশ্য ভ্যাবলা স্টেশন থেকেই বাড়ি ফিরে আসে। মিহির ও অনুপম বর্তমানে আড়িয়াদহের ধ্রুবাশ্রমে।
এ দিকে, ঘটনার দিন শিয়ালদহ স্টেশনে যে প্ল্যাটফর্ম দিয়ে শুভমকে নিয়ে সে বেরিয়েছিল বলে মিহিরের দাবি, পুলিশ সেখানকার সিসি টিভির ফুটেল পরীক্ষা করে। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হয়নি। তদন্তে পুলিশ জেনেছে, ঘটনার দিন মিহির একটা দামী মোবাইল ফোন কিনেছিল। মোবাইল কেনার অত টাকা সে কোথা পেল সে প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি মিহির। শুভমের বাবার অভিযোগ, অসৎ উদ্দেশ্যেই তাঁর ছেলেকে অপহরণ করানো হয়েছে। পুলিশের কাছে মিহির শিয়ালদহ, বাগুইআটি ও উল্টোডাঙার যে সব জায়গায় শুভমকে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছে, সেই সব জায়গায় গিয়ে পুলিশ কোনও সূত্র পায়নি। পুলিশের দাবি, মিহির সত্য কথা বলছে না। না হলে, যে সব জায়গায় তারা গিয়েছে বলে জানিয়েছে সেখানে কেউ না কেউ শুভমের ছবি দেখে চিনতে পারত। এই অবস্থায় শুভমের খোঁজ পেতে বিভিন্ন থানা, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ তার ছবি দেওয়া পোস্টার লাগিয়েছে। |