টুকরো খবর
অচলাবস্থা চলছেই দাসপুরের হিমঘরে
পাঁচ দিন পরেও অচলাবস্থা চলছেই দাসপুরের কে পি হিমঘরে। নিয়োগ-সহ অন্যান্য বিষয় নিয়ে মালিকপক্ষ আলোচনায় বসতে চাইছে না অভিযোগে গত শুক্রবার ওই হিমঘরের মূল গেটে দলীয় ঝাণ্ডা লাগিয়ে যান তৃণমূল পরিচালিত স্থানীয় বাসুদেবপুর পঞ্চায়েতের প্রধান সুজাতা সিংহ এবং উপ-প্রধান কাজল সামন্ত-সহ শতাধিক তৃণমূল কর্মী। হিমঘরের কর্মীদের কাজে না আসার জন্য ফতোয়াও জারি করেন তাঁরা। হিমঘর কর্তৃপক্ষ ঘাটালের মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট সব মহলেই বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন। কিন্তু এখনও কোনও নিষ্পত্তি হয়নি। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “দ্রুত যাতে বিষয়টি নিষ্পত্তি হয়,তার জন্য দু’পক্ষকে নিয়েই বসা হবে।” ফি বছরই এই সময় হিমঘরে যন্ত্রপাতি মেরামত-সহ আনুষঙ্গিক কাজকর্ম চলে। তৃণমূলের বাধায় কে পি হিমঘরে সেই সব কাজ এখন বন্ধ। কেবল মাত্র কিছু ঠিকাশ্রমিক হিমঘরের ভিতরের কাজকর্ম করছেন। হিমঘর মালিক পক্ষের অরুণ কর্মকার বলেন, “১০-১২ দিনের মধ্যে হিমঘরের কাজগুলি শেষ না-করতে পারলে মরসুমে আলু সংরক্ষণ করা অসম্ভব হয়ে পড়বে।” তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, গেটে পতাকা লাগানো হলেও তালা দেওয়া হয়নি। তৃণমূলের দাসপুর-১ ব্লকের সভাপতি সুকুমার পাত্র বলেন, “আমরা হিমঘর বন্ধ হয়ে যাকএটা চাই না। হিমঘরের সংস্কার কাজ হোক। তবে, আমাদের কিছু দাবি আছে। তাই আন্দোলন।”

কংগ্রেসের অবরোধ
এগরা থানার সামনে
কংগ্রেসের পথ অবরোধ।
তমলুকের মানিকতলায়
জেলা কংগ্রেসের পথ অবরোধ
ছবি: কৌশিক মিশ্র।
বহরমপুরে ডিএম বাংলোয় হামলার ঘটনায় অধীর চৌধুরী-সহ প্রায় বারোশো কংগ্রেস নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও রাজ্যে আইনশৃঙ্খলা ফেরানোর দাবিতে দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় অবরোধ করল কংগ্রেস। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ তমলুক শহরের মানিকতলায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক, কাঁথি শহরের কাছে দিঘাগামী সড়কে, এগরা শহরে কাঁথিগামী সড়কে ও হলদিয়ায় ব্রজলালচকে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে অবরোধ করেন কংগ্রেসকর্মীরা। অবরোধের ফলে ব্যাপক যানজট হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.