মডেলে গার্ডেনরিচ থেকে ‘তাজা ছেলে’রা
রাজনৈতিক তরজায় জমজমাট থিম সরস্বতী
লেজ মোড়ের সরস্বতী পুজোর অন্যতম ‘আকর্ষণ’ রাজনৈতিক চাপানউতোর, থিম যুদ্ধে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ব্যতিক্রম হচ্ছে না এ বারও। থাকছে গার্ডেনরিচ থেকে ভাঙড় সবই।
রাত পোহালেই পুজো। হাতে সময় নামমাত্র। বুধবার তাই প্রস্তুতি চলল দিনভর। কাজ কতদূর এগোল, তা দেখতে যেমন এসেছেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) নেতা-কর্মীরা, তেমন এসেছেন এসএফআই, ছাত্র পরিষদের (সিপি) নেতা-কর্মীরাও। রাজ্যে পালাবদলের পর গত বছর থিম খুঁজতে হিমশিম খেতে হয়েছিল টিএমসিপি-সিপি প্রভাবিত পুজো কমিটিগুলোকে। কারণ, হাতেগোনা কয়েকটি ইস্যু ছাড়া তাদের কাছে এমন কিছুই ছিল না, যা থিম হিসেবে হাজির করে দর্শকদের প্রশংসা কুড়নো যায়। টিএমসিপি’র এক জেলা নেতার কথায়, “থিম নিয়ে গত বছর সমস্যা ছিল। এ বার সেই পরিস্থিতি নেই। বরং কোনটা রাখব, আর কোনটা রাখব না, তাই ভাবছি। নতুন সরকারের বিরুদ্ধে যা অপপ্রচার চলছে!”
কলেজ মোড়ের পুজো দেখার জন্য অনেকেই বছরভর অপেক্ষা করে থাকেন। শহর ও তার আশপাশ এলাকা থেকে বহু মানুষ আসেন। রাজনীতির নানা গরম খবরই এই পুজোর মূল আকর্ষণ। কলেজ মোড় থেকে গোলকুঁয়াচক- সব মিলিয়ে প্রায় ২০টি পুজো হয়। প্রায় প্রতিটি পুজোর সঙ্গেই জড়িয়ে থাকেন কোনও না কোনও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। কোথাও টিএমসিপি’র, কোথাও ছাত্র পরিষদ, এসএফআই কিংবা এভিবিপি।

তৈরি হচ্ছে ‘তাজা ছেলে’র মডেল। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
মঙ্গলবারই কলেজ নির্বাচন ঘিরে কলকাতার গার্ডেনরিচে ঘটে গিয়েছে অনভিপ্রেত ঘটনা। গুলিতে প্রাণ গিয়েছে এক পুলিশ কর্মীর। এই ঘটনাই উঠে আসছে ‘প্রগতি’ ক্লাবের পুজোয়। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছেন সিপি’র নেতা-কর্মীরা। দেখানো হবে, পরিবর্তনের আগে যেমন সিপিএমের সম্পদ ছিলেন তপন ঘোষ, সুকুর আলি’রা, পরিবর্তনের পর তেমন তৃণমূলের সম্পদ হয়েছেন আরাবুল ইসলাম, শেখ সুহান’রা। থাকছে ইমাম ভাতা চালু নিয়ে রাজ্য সরকারের প্রতি কটাক্ষও। পুজোর অন্যতম উদ্যোক্তা সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফুল। তাঁর কথায়, “কলেজ ক্যাম্পাসে যদি তৃণমূলের মদতপুষ্ট সমাজবিরোধীরা ঘুরে বেড়ায়, তাহলে গার্ডেনরিচের মতো ঘটনা অন্যত্রও হতে পারে। আমরা এই বিষয়টি তুলে ধরতে একাধিক ‘তাজা ছেলের’ মডেল তৈরি করছি।” কলেজ মোড়ের পুজো মণ্ডপগুলোতে বিভিন্ন মডেল থাকে। কোনটা মাটির তৈরি, কোনটা প্লাইউডের। পাশে থাকে ব্যাঙ্গাত্মক লেখা। এই লেখাগুলোই যেন পুজোর মূল আকর্ষণ। টিএমসিপি প্রভাবিত পুজোর মধ্যে রয়েছে ‘অগ্নিকন্যা’ ক্লাবের পুজো। দেখানো হবে, সাপ শুয়ে পড়েছে। দীপা দাশমুন্সী, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যের মতো কংগ্রেসের মন্ত্রী-সাংসদরা তাকে জাগানোর চেষ্টা করছেন। সঙ্গে মা-মাটি-মানুষের সরকারকে হাতির সঙ্গে তুলনা করা হবে। দেখানো হবে, হাতি তার পথ ধরে এগিয়ে চলেছে। পিছনে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছে। পুজোর অন্যতম উদ্যোক্তা টিএমসিপি’র শহর সভাপতি বুদ্ধ মণ্ডল। তাঁর কথায়, “সিপিএমের অবস্থা ঘুমন্ত সাপের মতো। কংগ্রেস যতই চেষ্টা করুক, ওদের জাগানো যাবে না। এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করছি।”
এসএফআই প্রভাবিত পুজোগুলোর মধ্যে রয়েছে ‘রেড ক্যাসেল’ ক্লাবের পুজো। প্রত্যাশিত ভাবে পুজোর মণ্ডপে উঠে আসছে কলেজ ক্যাম্পাসে অশান্তির প্রসঙ্গ। সঙ্গে দেখানো হবে, বেকার যুবক-যুবতীদের জীবনযন্ত্রণা, বেকারত্বের কথা। থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মনীষীদের ছবি রাখার মতো বিতর্কিত বিষয়ও। পুজোর অন্যতম উদ্যোক্তা এসএফআইয়ের মেদিনীপুর জোনাল কমিটির সম্পাদক অসিত লৌহ। তাঁর কথায়, “আমরা রাজ্য-রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয়ই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি, দর্শকদের ভাল লাগবে।”
অতএব, ভাবনা নিখুঁত ভাবে তুলে ধরার প্রস্ততি চলছে পুরোদমে। চরম ব্যস্ত মণ্ডপ শিল্পী থেকে নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত কে, কাকে ছাপিয়ে গেল, দেখার সেটাই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.