দ্বীপরাষ্ট্রের ক্রিকেট-ভক্তদের জন্য বুধবার ছিল জোড়া উৎসবের দিন। জোড়া ইতিহাসের দিন। পুরুষ এবং মহিলাক্রিকেটের দুই বিভাগেই নজির গড়লেন ক্যারিবিয়ানরা। আর মজার ব্যাপার, দুই ক্ষেত্রেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানতে হল ক্রিকেট-বিশ্ব কাঁপানো অস্ট্রেলীয়দের।
শুরু হয়েছিল মেয়েদের বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে। লো-স্কোরিং এই ম্যাচ জিতে ক্যারিবিয়ানরা বিশ্বকাপ ফাইনালে উঠে গেলেন তো বটেই, পাশাপাশি মেয়েদের ওয়ান-ডে ইতিহাসে তাঁদের কাছে এই প্রথম হার স্বীকার করতে হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আর মধুরেণ সমাপয়েৎ হল পুরুষদের টি-টোয়েন্টি জয় দিয়ে। সাধারণ জয় নয়, অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনও ফর্ম্যাটে দীর্ঘ ষোলো বছর পরে অস্ট্রেলিয়াকে হারানো। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে পার্থ টেস্টে শেষ বার অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলীয়দের হারায় ওয়েস্ট ইন্ডিজ। |
উচ্ছ্বাসের দুই মুখ
|
|
স্যামির লাফ। |
ক্যারিবিয়ান মেয়ে ক্রিকেটারদের নাচ। |
|
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে এ দিন প্রথমে ব্যাট করে মাত্র ১৬৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাঁদের বোলারদের অনমনীয় লড়াইয়ে আট বল বাকি থাকতেই জিতে যান ক্যারিবিয়ান মেয়েরা। ১৩০-৪ থেকে ১৫৬ অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অন্য মহাদেশে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ঐতিহাসিক জয় এল জনসন চার্লসের ফুরফুরে হাফসেঞ্চুরির উপর ভর করে। অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ ০-৫ হারলে কী হবে, কুড়ি ওভারের ক্রিকেটে যে ক্যারিবিয়ানরাই যোগ্য বিশ্বচ্যাম্পিয়ন, সেটা এ দিন দেখিয়ে দিলেন চার্লস। অনভিজ্ঞ অস্ট্রেলীয় টি-টোয়েন্টি দলকে ২৭ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে চার্লসের ৫৭-এর উপর ভর করে ১৯১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের সেরা কায়রন পোলার্ডের (৩-৩০) বোলিংয়ের সামনে অ্যাডাম ভোগস (৫১) ছাড়া আর কেউ সে ভাবে প্রতিরোধ গড়তে পারেননি। আইপিএল সিক্স শুরুর মাসদুয়েক আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর, চেনা ছন্দে রয়েছেন সুনীল নারিন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। |