পথে অবরোধ, পাতালে বিপর্যয়, নাকাল মহানগর
হরমপুরে হামলার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীর নামে অভিযোগের প্রতিবাদে কংগ্রেসের অবরোধ। মানিকতলায় অটো বন্ধ করে প্রতিবাদ এবং পাতালে বিকল মেট্রো। এই ত্র্যহস্পর্শেই কাজের দিনে ফের থমকে গেল শহরের গতি। দুর্ভোগে পড়লেন নাগরিকেরা। রাস্তায় অবরোধ হঠাতে তৎপরতা না দেখালেও ব্যাঙ্কশাল আদালতের সামনে কংগ্রেসের বিক্ষোভে বেদম লাঠি চালাল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর বারোটা থেকেই শ্যামবাজার, মৌলালি, হাজরা, হাওড়া সেতু ও গরফা মেন রোড, এনসি রোড এবং জিসি অ্যাভিনিউ মোড়, বাগুইআটি মোড় এবং নিউ টাউন রোডের চিনার পার্ক মোড়ে অবরোধ করে কংগ্রেস। ট্রাফিক বিভাগের অফিসারেরা জানান, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের অবরোধে বিটি রোড, আরজিকর রোডে গাড়ি দাঁড়িয়ে পড়ে। যানজট হয় এপিসি রোড, ভূপেন বসু অ্যাভিনিউ, বিধান সরণিতেও। হাজরার অবরোধের জেরে আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থমকে যায়। স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোডে যানজট হয় হাওড়া সেতুতে অবরোধের জেরে। যানজট ছড়ায় এজেসি বসু রোড, লেনিন সরণি ও সিআইটি রোডেও।

কংগ্রেসের অবরোধ। বুধবার, শ্যামবাজার মোড়ে। ছবি: প্রদীপ আদক
ব্যাঙ্কশাল কোর্টের সামনেও বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, হঠাৎই ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রকাশ সিংহের নেতৃত্বে পুলিশ তাঁদের বেদম পেটায়। পুলিশের বক্তব্য, আইন ভাঙার চেষ্টা করাতেই লাঠি চালানো হয়। লালবাজার সূত্রে খবর, মোট ২৫ জন গ্রেফতার হয়েছে।
এসএফআই ও ডিওয়াইএফআই সমর্থকেরা গার্ডেনরিচ ঘটনার জেরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে শহরের রাস্তায় মিছিল করে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলের জেরেও এ দিন শহরে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
উত্তরে যানজটের অন্যতম কারণ মানিকতলায় অটোচালকদের অবরোধ। অভিযোগ, রাকেশ কুণ্ডু নামে এক ট্রাফিক সার্জেন্ট সাড়ে এগারোটা নাগাদ বিডন স্ট্রিটে সঞ্জীবকুমার সাউ নামে এক অটোচালককে মারধর করেন। সঞ্জীব জানান, অন্য অটোকে ওভারটেকের সময়ে ওই সার্জেন্ট তাঁকে মারধর করেন। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
বরাহনগরে টবিন রোড মোড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। এর জেরে বিটি রোডে দুপুর বারোটা থেকে যানজট হয়। বরাহনগর থানার সামনেও বিক্ষোভ হয়। উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস সম্পাদক নিতাই মণ্ডল বলেন, “প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রাস্তা বন্ধ করতে হয়েছে”।
দুর্ভোগ বাড়িয়ে দেয় ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে ওঠা বেহাল মেট্রো পরিষেবা। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো নেতাজি স্টেশনে বিকল হয়ে যায়। প্রায় আঠেরো মিনিট স্তব্ধ থাকে পরিষেবা। যাত্রীদের অভিযোগ, তার প্রভাব কাটতেই বিকেল গড়ায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.