নয়া মেট্রো নিয়ে উদ্যোগী কেন্দ্র |
ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কাটাতে উদ্যোগী হল কেন্দ্র। বিতর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনায় বসতে চান কেন্দ্রীয় নগরোন্নয়ন সচিব সুধীর কৃষ্ণ। মহাকরণ সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি মেট্রোর বৈঠকে যোগ দিতে কলকাতা আসছেন তিনি। আগে ওই মেট্রো নিয়ে মুখ্যসচিব সঞ্জয় মিত্র-সহ প্রকল্পে যুক্ত বাকি কর্তাদের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন সুধীর। এর মধ্যে মেট্রোর যাত্রাপথ পরিবর্তন নিয়ে আলোচনা অন্যতম। রয়েছে সেন্ট্রাল স্টেশন ও মহাকরণের আশপাশে জমি অধিগ্রহণের বিষয়ও। দত্তাবাদ এবং উল্টোডাঙায় প্রকল্পের কাজ আটকে থাকা নিয়েও আলোচনায় বসতে চেয়েছেন সুধীর।
|
কলকাতার সার্ভে পার্কের অপহৃত এক ব্যবসায়ীকে বুধবার শিলিগুড়ি থেকে উদ্ধার করা হল। কিশোর দাস নামে ওই ব্যবসায়ী একটি আর্থিক সংস্থার মালিক। ১০ ফেব্রুয়ারি তাঁর পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে। সে-দিনই কিশোরবাবুর বাড়িতে ফোন করে অপহরণকারীরা কয়েক লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল বলে অভিযোগ। জানা যায়, ওই ফোন নম্বরটি শিলিগুড়ি শহরের। এ দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্যবসায়ীর খোঁজ মেলে। |