শাস্তি চেয়ে কংগ্রেস পথে, সরব সিপিএম-ও
গার্ডেনরিচ-কাণ্ডের জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে বুধবার পথে নামল কংগ্রেস। পরিকল্পনা করেই গার্ডেনরিচের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে শাসক দলের দিকে আঙুল তুলেছে সিপিএম-ও।
অভিযুক্তদের শাস্তির দাবিতে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস বুধবার দিনভর পথ অবরোধ, কলেজে কলেজে বিক্ষোভ দেখিয়েছে। তার সঙ্গে মিশে গিয়েছিল মুর্শিদাবাদ-কাণ্ডে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে পূর্ব ঘোষিত পথ অবরোধ, মিছিলের কর্মসূচিও। স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠকের নেতৃত্বে ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাদের উপরে লাঠি চালায় বলে কংগ্রেসের অভিযোগ।
ঘটনার পরেই সিবিআই তদন্তের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পুলিশ যে নিরপেক্ষ ভাবে কাজ করছে না, সেই অভিযোগও করেন তিনি। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া বলেন, “পঞ্চায়েত ভোট নিয়ে শাসক দল ভয়ে রয়েছে। বুঝেছে, রক্তচক্ষু না-দেখালে ভোটে জিততে পারবে না। তাই কলেজ নির্বাচনে গণ্ডগোলের মহড়া দিচ্ছে।”
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তীর অভিযোগ, “পরিকল্পনা করেই এটা ঘটানো ঘটানো হয়েছে। গলি থেকে ছুটে এসে গুলি করে পুলিশকে মেরে দিয়ে গেল! পুলিশকে নিরস্ত্র এবং সমাজবিরোধীদের সশস্ত্র রাখা, এটাই সরকারের নীতি!” চ্যাপলিন স্কোয়ারে ট্রেড ইউনিয়নের এক জনসভায় শ্যামলবাবু বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্মঘট ভাঙতে প্রশাসনকে ব্যবহার করবেন। গত কাল আপনার প্রিয় ভাইদের হাতে রাস্তায় পুলিশ নিহত হল! তাদের নিরাপত্তা দিতে পারছেন না! বলছেন, প্রশাসনকে ব্যবহার করব!” তৃণমূল নেত্রীর ‘প্রিয় ভাই’ বলেই কি মহম্মদ ইকবাল ওরফে মুন্নারা গ্রেফতার হচ্ছে না, কটাক্ষ শ্যামলবাবুর। গার্ডেনরিচ এলাকায় বিকেলে প্রতিবাদ মিছিলও করেছে কলকাতা জেলা বামফ্রন্ট।
শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি-ও। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের মতে, রাজ্যে যে নৈরাজ্য চলছে, তাতে মনে হচ্ছে পরিবর্তন না-হলেই ভাল ছিল! রাজ্যে সত্তরের দশকের ‘কালো দিন’ ফিরে আসছে বলে মন্তব্য করে বর্ধমানে এ দিন রাহুলবাবু বলেন, “রাজ্যে তাণ্ডব চলছে। ছাত্রেরা ছাত্রদের চোখ উপড়ে নিচ্ছে। এক জন অন্য জনকে গুলি করে মারছে। ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন পুলিশকর্মী। গুলি চালিয়েছে তৃণমূলের লোকেরা। তা হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় পৌঁছেছে?”
গার্ডেনরিচ-কাণ্ডে নিহত সাব ইনস্পেক্টর তাপস চৌধুরীর স্ত্রী-কন্যা-পুত্রের সঙ্গে দেখা করে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভানেত্রী মালা রায়, দলের সাধারণ সম্পাদক মায়া ঘোষ প্রমুখ এ দিন নিহত তাপসবাবুর বাড়িতে যান। টাকার অভাবে তাপসবাবুর ছেলেমেয়ের লেখাপড়ায় যাতে অসুবিধা না হয়, সে ব্যাপারে সাহায্যেরও আশ্বাস দেন তাঁরা। পরে মালাদেবী বলেন, “দোষীদের উপযুক্ত শাস্তি যাতে হয়, তা দেখতে তাপসবাবুর স্ত্রী-মেয়ে বারবার অনুরোধ করেছেন।” তাপসবাবুর বাড়িতে আজ, বৃহস্পতিবার যাওয়ার কথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.