বেআইনি অটোর রমরমা, অভিযোগ বাস মালিকদের |
মহকুমার বিভিন্ন এলাকায় বেআইনি অটো রিকশা চলাচলের বিরুদ্ধে বুধবার এডিসিপি (ট্রাফিক) সুব্রত গঙ্গোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাল আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন ও আইএনটিটিইউসি অনুমোদিত পরিবহন কর্মী সংগঠন। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়ের অভিযোগ, বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বেআইনি অটোর দাপটে থাকায় মিনিবাস চলাচল ব্যাহত হচ্ছে। এডিসিপি (ট্রাফিক) বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মিনিবাস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, মহকুমা জুড়ে অটো রিকশার অবৈধ চলাচল অনেক বেড়ে গিয়েছে। মিনিবাসের বেশকিছু রুটে বাসের আগে অবৈধ অটো চলছে। এর জেরে প্রায়ই মিনিবাস কর্মীদের সঙ্গে অটোচালকদের অশান্তি লেগে থাকে। আইএনটিটিইউসি নেতা রাজু অহলুওয়ালিয়া এবং মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়’রা জানান, বরাকর-নিউ রোড, নিয়ামতপুর মোড় থেকে চিনাকুড়ি ও ডিসেরগড়, বরাকর-ডিসেরগড় ঘাট, নিয়ামতপুর-বেগুনিয়া মোড় ও চিত্তরঞ্জন বাসস্ট্যান্ড থেকে ডাবর মোড়, কল্যাণেশ্বরী-চিত্তরঞ্জন ভায়া দেন্দুয়া ডাবর মোড়ের রাস্তার অবস্থা খুব খারাপ। এই রুটগুলিতে বেআইনি অটোর দাপটে বেশ কিছু বাস বন্ধ করতে বাধ্য হয়েছেন বাসমালিকেরা। রাজুবাবু জানান, নতুন করে যাতে কোনও যাত্রী পরিবহনের অনুমোদন না দেওয়া হয়, তার জন্য ২০০৬ সালে হাইকোর্টে আবেদন জানিয়েছিল আসানসোল বাস অ্যাসোসিয়েশন। এর পর কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পরিবহন বিধি অনুযায়ী, আনুপাতিক হারে যাত্রী পরিবহনের জন্য পর্যাপ্ত অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এর পর নতুন করে সমীক্ষা করার আগে, কোনও যাত্রী পরিবহনের অনুমোদন দেওয়া যাবে না। বাস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, এর ভিত্তিতে অনেক দিন ধরেই আসানসোল পরিবহন দফতর অটোর অনুমোদন দিচ্ছে না। কিন্তু অটো মালিকেরা পুরুলিয়া এবং ঝাড়খণ্ড থেকে ‘রেজিস্ট্রেশন’ করিয়ে নিয়ে এসে আসানসোল মহকুমা জুড়ে ‘পারমিট’ ছাড়াই অটো চালাচ্ছে। বিশেষ করে ঝাড়খণ্ডের মিহিজাম, জামতাড়া, গোবিন্দপুর এবং চিরকুণ্ডা থেকে প্রতিদিন প্রচুর অবৈধ অটো বরাকর ডাবর মোড় দিয়ে যাত্রী পরিবহন করছে। অবিলম্বে তার প্রতিকার করতে হবে। এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |