|
|
|
|
জামিন এবিজি-র |
১৪ শ্রমিকের ২৬ কিমি দূর থেকে কী
ভাবে কালো পতাকা, বিস্মিত কোর্ট |
নিজস্ব প্রতিবেদন |
২৬ কিলোমিটার দূর থেকে কী ভাবে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো যায়, তা বিস্মিত করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চকে। সোমবার জামিন মঞ্জুর হল হলদিয়ায় ‘বেঙ্গল লিডস’-২-এর দিন মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর অভিযোগে এবিজি-র কর্মচ্যুত ১৪ জন শ্রমিকের।
১৫ জানুয়ারি ‘বেঙ্গল লিডস’-২ উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া যান। সে দিনই এবিজি-র মতো সংস্থাকে হলদিয়া বন্দর থেকে বিতাড়িত করে শিল্প সম্মেলন করার যৌক্তিকতা কী এই প্রশ্ন তুলে অনুষ্ঠানস্থল থেকে ২৬ কিলোমিটার দূরে সুতাহাটায় মিছিলের কর্মসূচি নিয়েছিলেন এবিজি-র কাজহারা শ্রমিকেরা। পুলিশ অবশ্য তাঁদের অনুমতি দেয়নি। সুতাহাটার নন্দরামপুরে ওই শ্রমিকেরা মিছিলের জন্য জড়ো হতেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শেখ সিরাজ-সহ আন্দোলনে নেতৃত্বদানকারী তিন জনকে গ্রেফতার করা হয়। মিছিলে যোগ দিতে আসার পথে বাজকুলের কাছে আটক করা হয় কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডাকে। কাজহারা শ্রমিকেরা দুপুরে ফের মিছিল করতে গেলে পুলিশ জমায়েতে লাঠি চালায়। গ্রেফতার করা হয় আইএনটিইউসি-র জোনাল সভাপতি আরিফ আহমেদ, নূর আলম-সহ আরও ১৪ জনকে। আদালতে তোলা হলে প্রথমে গ্রেফতার তিন জন জামিন পান। কিন্তু পরে গ্রেফতার হওয়া ১৪ জন ছাড়া পাননি। তাঁদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় মিছিলে অংশগ্রহণকারীরা মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছে, জাতীয় সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছে।
এ দিন মামলার শুনানির সময় অভিযুক্তপক্ষের আইনজীবী উত্তম মজুমদার আদালতে জানান, মুখ্যমন্ত্রীর যাত্রাপথের ২৬ কিলোমিটার দূরে এই মিছিল হয়। তাই মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো সম্ভব নয়। মিছিল হয় জাতীয় সড়ক থেকে ১৬ কিলোমিটার দূরে। তাই জাতীয় সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়াও সম্ভব নয়।
সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্য ছিল, ধৃতদের জামিনে মুক্তি দিলে পুনরায় অশান্তি সৃষ্টি করতে পারে। ডিভিশন বেঞ্চ সরকার পক্ষের এই বক্তব্যের সঙ্গে একমত হয়নি। |
|
|
|
|
|