নেশনস কাপ গেল লাগোসে
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
ফুটবলার এবং কোচ হিসাবে দুই ভিন্ন ভূমিকায় আফ্রিকান নেশনস কাপ জয় করে ইতিহাস গড়লেন নাইজিরিয়ার কোচ স্টিফেন কেশি। তাঁর স্ট্র্যাটেজি কাজে লাগিয়েই রবিবার নেশনস কাপ ফাইনালে বুরকিনা ফাসোকে ১-০ হারিয়ে খেতাব লাগোসে নিয়ে গেল নাইজিরিয়া। এই নিয়ে তিন বার নেশনস কাপ জয় করল নাইজিরিয়া। |
চ্যাম্পিয়নদের উল্লাস। ট্রফি নিয়ে নাইজিরিয়া। ছবি: এএফপি |
গোলদাতা সানডে। এই জয়ের ফলে আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে ওডাফা ওকোলিদের দেশ। উনিশ বছর আগে ১৯৯৪ সালে শেষ বার নেশনস কাপ গিয়েছিল নাইজিরিয়ায়। সে বার দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ কেশি। জয়ের পর তিনি বলেন, “দেড় বছর আগে যখন দলের দায়িত্ব পাই তখন মাথায় ছিল দেশের মানুষের মুখে হাসি ফেরানোর কথা। আজ তা কিছুটা সফল হল। এই জয় কনফেডারেশন কাপে দলকে নতুন অনুপ্রেরণা জোগাবে।”
|
সন্তোষে বাংলার অধিনায়ক দীপেন্দু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বার সন্তোষ ট্রফিতে বাংলা দলের অধিনায়ক দীপেন্দু বিশ্বাস। এই নিয়ে মোট তিন বার অধিনায়ক হতে চলেছেন তিনি। এর আগে ২০০৪ ও ২০০৭ সালে বাংলার অধিনায়কত্ব করেছেন। তবে একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। সেই দু’বছর বাংলা সেমিফাইনাল ও ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এ বার তাই দলকে চ্যাম্পিয়ন করার জন্য মুখিয়ে রয়েছেন বাঙালি এই স্ট্রাইকার। তবে মুখে বলছেন, “অধিনায়ক হব কিনা জানা নেই। তবে অধিনায়ক হয়ে বাংলাকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন তো সবাই দেখে! যেটা আমার অধরা রয়ে গেছে।” দীপেন্দুই এ বারের দলে সবচেয়ে সিনিয়ার ফুটবলার। তার ওপর তিনি একমাত্র বাঙালি স্ট্রাইকার যাঁর ভাইচুং, আই এম বিজয়নদের মতো দুশোটি গোল রয়েছে। সে জন্যই অধিনায়ক হিসেবে তাঁর নাম মনোনীত হয়েছে। যদিও অধিনায়কের নাম ও বাংলার পুরো দলটি ঘোষণা হওয়ার কথা ১৩ ফেব্রুয়ারি। তবে সোমবারই অনুশীলনের পর ২০ জন ফুটবলারকে বেছে নেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, কোচ মনোরঞ্জন ভট্টাচার্য ও সহকারী কোচ সত্যজিৎ চট্টোপাধ্যায়। সরকারি ভাবে জানা না গেলেও দলীয় সূত্রের যা খবর তাতে, অর্ণব দাস শর্মা, প্রিয়ন্ত সিংহ, সৌমিক দে, সত্যজিৎ বসু, সৈকত সাহা রায়, মহম্মদ মোক্তার, স্নেহাশিস দত্ত, অঞ্জন দে, মনিরুল মণ্ডল, নবীন হেলা, সাগ্রাম মাণ্ডিদের নাম শোনা যাচ্ছে। বাংলার প্রথম ম্যাচ ১৭ ফেব্রুয়ারি। দিল্লির বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে রেলওয়েজের মুখোমুখি হবে মনোরঞ্জন ভট্টাচার্যের দল।
|
বড় জয় মহমেডানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বহু দিন পর এক বাঙালি সন্তানের জোড়া গোল! বহু দিন পর দুরন্ত ছন্দে অসীম বিশ্বাস! এ দিন আবারও বুঝিয়ে দিলেন, তিনি শেষ হয়ে যাননি! চোট-আঘাত সমস্যার কারণে বার বার ফুটবল থেকে ছিটকে যেতে হয়েছে অসীমকে। কিন্তু, তাঁর পায়ের যাদুতে এখনও যে ফুল ফোটে সেটা আরও একবার দেখল সোমবারের যুবভারতী। ম্যাচ শেষে লাজুক অসীম অবশ্য বলে দিলেন, “গোল করলে তো সবারই ভাল লাগে। তবে দল জিতেছে এটাই আমার কাছে বড় পাওনা।” শুধু অসীমই নন। পুরো দলটাই এ দিন ছিল আক্রমণাত্মক ছন্দে। যার ফল ইস্টার্ন রেলকে ৫-০ গোলে কার্যত উড়িয়েই দিল মহমেডান। সাদা-কালো কোচের পদত্যাগ নিয়ে জল ঘোলা হওয়ার পর এটাই ছিল অলোক মুখোপাধ্যায়ের প্রথম ম্যাচ। রেলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়টা স্বভাবতই অলোকের কাছে বড় জবাব। অসীমদের কোচ অবশ্য বলছেন, “পুরোনো কথা আমি মনে রাখি নি। আমার কাছে এখন দলের পারফরম্যান্সই মুখ্য বিষয়। আই লিগের মূল পর্বে খেলার ছাড়পত্র জোগাড় করাটাই আমাদের মূল লক্ষ্য।” ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে কৃশানু বন্দ্যোপাধ্যায়ের এবং অসীমের দুরন্ত গোলে এগিয়ে যায় মহমেডান। দ্বিতীয়ার্ধে অসীমের দ্বিতীয় গোলের পাশাপাশি জুয়ালা ও অ্যালফ্রেড ব্যবধান বাড়ান। তবে এ দিন অ্যালফ্রেডরা গোলের সহজ সুযোগগুলো নষ্ট না করলে হয়তো ব্যবধান আরও বাড়তে পারত।
|
আইপিএলে আর এক পাক প্রাক্তন,
দিল্লির বোলিং কোচ হতে রাজি মুস্তাক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার উপর অলিখিত নিষেধাজ্ঞা থাকলে কী হবে, তাঁদের দেশের প্রাক্তনদের আইপিএলের সঙ্গে যুক্ত হতে কোনও সমস্যা হচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শদাতা হিসাবে আগে থেকেই আছেন ওয়াসিম আক্রম। এ বার দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে যোগ দিতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার, বর্তমানে ইংল্যান্ড টিমের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। দিল্লি ডেয়ারডেভিলসেও মুস্তাকের স্পিন বোলিং পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার কথা। মুস্তাক এ দিন বলেছেন, “আমার সঙ্গে এক বছরের চুক্তি করতে চাওয়া হয়েছে। আমি রাজি হয়ে গিয়েছি। কাগজপত্র আদানপ্রদানের কাজটা চলছে।” ইংল্যান্ড টিমের সঙ্গে পরামর্শদাতা হিসেবে যুক্ত থাকলেও অবসরের সময় অন্য কোনও ক্লাব বা সংস্থার হয়ে কাজ করতে পারেন প্রাক্তন এই পাকিস্তানি ক্রিকেটার। এবং মুস্তাক বেছে নিয়েছেন আইপিএলকেই। সহবাগ-জয়বর্ধনেদের টিম গত বার ভাল স্পিনার না থাকায় ভুগেছিল। এ বার নিলাম থেকে তারা জোহান বোথার মতো অভিজ্ঞ স্পিনার তুলেছে। মুস্তাককে নেওয়া হচ্ছে সেই অস্ত্রে শান দেওয়ার জন্য।
|
বার্সেলোনার ফিটনেস ট্রেনার ক্লাস নেবেন সুভাষ ভৌমিকদের |
ক্লাব-কোচেদের বিশেষ প্রশিক্ষণ দিতে ভারতে আসছেন বার্সেলোনার প্রাক্তন ফিটনেস ট্রেনার রেমন্ড ভেরেইন। নিঃসন্দেহে অভিনব উদ্যোগ ফেডারেশনের। ডিক অ্যাডভোকেট, রাইকার্ডদের সঙ্গে কাজ করে আসা ৪১ বছরের ডাচ ফিটনেস ট্রেনার মঙ্গল ও বুধবার- এই দু’দিন দিল্লিতে ভারতীয় কোচেদের বিশেষ প্রশিক্ষণ দেবেন। আই লিগে অংশগ্রহণকারী দলের কোচেদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে। জানা গেছে চার্চিলের টিডি সুভাষ ভৌমিক সহ প্রায় সাত-আট জন আই লিগের কোচ অংশ নেবেন ভেরেইনের ক্লাসে। |