টুকরো খবর |
টিএমসিপি’র মিছিল শহরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
তৃণমূলের মিছিল |
নানা দাবিতে সোমবার মেদিনীপুর শহরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। শহরের কলেজ মাঠ থেকে শুরু হয় মিছিল। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা প্রমুখ। শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি ফের কলেজ মাঠেই ফিরে আসে। মাঠে এক সভা হয়। টিএমসিপির অভিযোগ, একাংশ সংবাদমাধ্যম রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করছে। কোনটা শ্লীল এবং কোনটা অশ্লীল, তা ঠিক করার অধিকার সংবাদমাধ্যমের নেই। সংবাদমাধ্যম যদি আইনভঙ্গ করে তাহলে আদালতের দ্বারস্থ হতে হবে। আজ, মঙ্গলবার ‘বিশ্ববিদ্যালয় চলো’র ডাক দিয়েছে এসএফআই। মেদিনীপুরে মিছিল হবে। মিছিল পৌঁছবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে। দুপুরে এখানেই এক সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এসএফআই আগেই তাদের কর্মসূচির কথা ঘোষনা করেছিল। এর আগেই মেদিনীপুরে মিছিল করল টিএমসিপি। তৃণমূলের ছাত্র সংগঠনের এই কর্মসূচিকে এসএফআইয়ের পাল্টা বলেই মনে করছে বিভিন্ন মহল। যদিও টিএমসিপি নেতৃত্ব তা মানতে নারাজ। সংগঠনের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “আমরা আগেই মিছিলের সিদ্ধান্ত নিই।” কর্মসূচির উদ্দেশ্য প্রসঙ্গে তাঁর বক্তব্য, “রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চলছে। তার জবাব দিতেই আমরা পথে নেমেছি। আগামী দিনেও এমন কর্মসূচি হবে।”
|
ছাত্র- যুবদের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বামেদের মানববন্ধন। ছবি: রামপ্রসাদ সাউ। |
মহিলাদের সম্ভ্রম রক্ষা-সহ নানা দাবিতে সোমবার জেলা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করল সিপিএমের ছাত্র-যুব-মহিলা সংগঠন। এ দিন সকালে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এই কর্মসূচি হয়। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক দিলীপ সাউ বলেন, “জেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। আমাদের জেলাও ব্যতিক্রম নয়। মহিলারা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছেন। এর প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি। সঙ্গে জেলা জুড়ে সই সংগ্রহও চলছে। পশ্চিম মেদিনীপুর থেকে ৫০ হাজার সই সংগ্রহ হবে।” খড়্গপুর, সবং, ডেবরা, নারায়ণগড়-সহ জেলার প্রায় প্রতিটি ব্লকেই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বলে ডিওয়াইএফ নেতৃত্ব জানান।
|
বিদ্যুৎ কর্তার দফতর ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষি বিদ্যুৎ গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া-সহ বেশ কিছু দাবিতে শহরের বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সোমবার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক জগন্নাথ দাস, জেলা সভাপতি মধুসূদন মান্না প্রমুখ। সংগঠনের অভিযোগ,কৃষি কাজের জন্য বিদ্যুতের সংযোগ দিতে দেরি করা হচ্ছে। আগে থেকে সিকিউরিটি বাবদ যে অর্থ জমা রয়েছে, তা ফেরৎ না দিয়ে পুনরায় সিকিউরিটি বাবদ অর্থ জমা দিতে বলা হচ্ছে। বিদ্যুৎ গ্রাহক সমিতির জেলা সম্পাদক বলেন, “চাষের মরসুমে বিদ্যুৎ সংযোগ না পেয়ে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত কৈলাশ প্রবাল (৫৭) মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। সোমবার সকালে খড়্গপুর লোকাল থানার রূপনারায়ণপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কৈলাশবাবু-সহ পাঁচজন একটি গাড়ি করে পুরী থেকে খড়্গপুরের দিকে আসছিলেন। সেই সময় রূপনারায়ণপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। |
|