পুলিশ লাঠি চালিয়ে কংগ্রসের পথ অবরোধ তুলে দিল বলে অভিযোগ উঠেছে। দলের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়া এবং ধনেখালির তৃণমূল কর্মী কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সোমবার দুপুর ১২টা-১টা হুগলি জেলায় পথ অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করেছিল কংগ্রেস। জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ ভাবেই সেই কর্মসূচি পালিত হলেও গোলমাল ছড়ায় কিছু জায়গায়। হরিপালের নালিকুল-বটতলা ১২ নম্বর রুটে অবরোধ চলাকালীন তৃণমূলের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ জোর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ। অন্য দিকে, ডানকুনির চাকুন্দিতে দিল্লি রোডে অবরোধ চলাকালীন কয়েক জন কংগ্রেস নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করলে উত্তেজনা ছড়ায়। সে সময়ে পুলিশ লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্ব। দলের জেলা সভাপতি দিলীপ নাথ বলেন, “বিনা প্ররোচনায় অবরোধকারীদের উপরে লাঠি চালিয়েছে পুলিশ। কোথাও তৃণমূলের লোকজনকে সঙ্গে এনে আমাদের উপরে আক্রমণ করেছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খুশি’ করতেই জেলার পুলিশ সুপার এমন কাণ্ড ঘটাচ্ছেন বলে তাঁর অভিযোগ। লাঠি চালনার অভিযোগ মানতে চায়নি পুলিশ। অন্য দিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে। এ ব্যাপারে দলের কোনও ভূমিকা নেই।
|
বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল পরিচালিত প্রয়াত আকবর আলি খন্দকার স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল বৈদ্যবাটি কৃষ্টিচক্র। রানার্স চুঁচুড়া পেয়ারাবাগানের সিমোকো কোচিং সেন্টার। গত ২ ফেব্রুয়ারি আটদলীয় ওই প্রতিযোগিতা শুরু হয় বিএস পার্ক মাঠে। রবিবার ফাইনালে বৈদ্যবাটির দলটি জেতে ২-০ গোলে। খেলার শুরুতেই সুরঞ্জন করের হেডে এগিয়ে যায় কৃষ্টিচক্র। বিরতির মিনিট দু’য়েক আগে ব্যবধান বাড়ান মনোজিৎ বারিক। ম্যান অব দ্য ফাইনাল হন সুরঞ্জন। শহর তৃণমূলের সভাপতি শ্যামলেন্দু মিত্র জানান, ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়েছে চণ্ডীতলার নবাবপুর স্পোর্টিং ক্লাবকে। ফাইনাল খেলার দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক হেমন্ত ডোরা, রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান এবং বেচারাম মান্না। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মুজফ্ফর খান, পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ।
|
কর্নাটকে পথ দুর্ঘটনায় এ রাজ্যের পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চার জন। মৃত এবং আহতেরা প্রত্যেকেই হাওড়া ও হুগলির বাসিন্দা। ঘটনাটি রবিবার সকালে হলেও হুগলি পুলিশ সোমবার রাত পর্যন্ত ওই ঘটনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। যদিও হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায় মৃতদের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার তাঁদের দেহ আনা হবে। রাজ্য প্রশাসন সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে মহীশূর বেড়াতে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে টাটা সুমোর সংঘর্ষে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক মারা যান। মৃতদের মধ্যে তিন জন জাঙ্গিপাড়ার ফুরফুরার বাসিন্দা। একজন হাওড়ার। টাটা সুমোতে মোট ৯ যাত্রী ছিলেন।
|
তৃণমূল নেতার বাড়িতে পর পর দু’টি বোমা মেরে পালাল দুষ্কৃতীরা। সোমবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোন্নগরের পিসি মুখার্জি স্ট্রিটে। কোন্নগর শহর তৃণমূলের সভাপতি অসিত চক্রবর্তীর (বেবো) বাড়ির বারান্দার গ্রিলে এসে লাগে বোমা দু’টি। আতঙ্ক ছড়ায়। পুলিশ আসে। আসেন স্থানীয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএমের প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক শিশির চক্রবর্তীর বিরুদ্ধে পরে থানায় অভিযোগ দায়ের হয়। কল্যাণবাবুর কথায়, “বুদ্ধদেব ভট্টাচার্য মাত্র দু’টো সাক্ষাৎকার দিলেন টেলিভিশন চ্যানেলে, তার পরেই ওদের ছেলেরা উদ্বুদ্ধ হয়ে এ সব কাণ্ড ঘটাতে শুরু করল।” শিশিরবাবুর দাবি, মিথ্যা অভিযোগ। শাসক দলের পায়ের তলার জমি সরে গিয়েছে।
|
পে লোডার চাপা পড়ে মারা গেল ইটভাটা শ্রমিকের সন্তান। সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে গুপ্তিপাড়ার সুলতানপুরের একটি ইটভাটায়। পুলিশ জানায়, বছর পাঁচেকের জখম কাজল শর্মাকে ভাটা মালিকের লোকজনই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বালককে মৃত ঘোষণা করা হয়। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়।
|
অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে ধরল কাশীপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় কাশীপুর থানার বানিয়ারা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ আমিন ও শেখ মিন্টু। দু’জনেরই বাড়ি রঘুনাথপুর গ্রামে। উদ্ধার হয়েছে দু’টি ওয়ান শটার, ৬ রাউন্ড গুলি-সহ ১৩ হাজারের উপর নগদ টাকা ও একটি মোটর বাইক। |