|
|
|
|
দেশের ঐক্য রক্ষার অঙ্গীকার |
সন্ত্রাস নিয়ে কড়া বার্তা প্রণবের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আফজল গুরুকে ফাঁসি দিয়ে যখন জাতীয়তাবাদের হাওয়া পালে টানতে চাইছে কংগ্রেস তথা মনমোহন সরকার, তখন সন্ত্রাসের বিরুদ্ধে আজ কঠোর বার্তা দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
ঠিক এক সপ্তাহ আগে আফজলের মৃত্যুদণ্ড মকুবের আর্জি তিনিই খারিজ করেছেন। আর আজ দেশের সব রাজ্যের রাজ্যপালদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে এক সম্মেলনে প্রণব মুখোপাধ্যায় বলেন,“কোনও দেশ-বিরোধী শক্তি যাতে ভারতের ঐক্য ও অখণ্ডতার পরিবেশকে দুর্বল করতে না পারে তা সুনিশ্চিত করতে হবে।”
রাজনীতির কারবারিদের একাংশের বক্তব্য, এটা ঠিকই যে আফজলের মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক তথা সরকারই রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছিল। প্রণববাবু সেই সুপারিশে সম্মতি দিয়েছেন মাত্র। তাছাড়া তাঁর কাছে খুব বেশি বিকল্পও ছিল না। কিন্তু সেই সাংবিধানিক জটিলতা দেশের সব মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আফজল গুরুকে কেন ফাঁসি দেওয়া জরুরি ছিল তা এই মন্তব্যের মধ্যে দিয়েই দেশের সামনে ব্যাখ্যা করতে চাইলেন রাষ্ট্রপতি।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি রাজ্যপাল সম্মেলনে আজ আলোচনার বিষয় ছিল। সেই প্রসঙ্গে প্রণববাবু আজ বলেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে গত বছর অনেকটাই উন্নতি হয়েছে। তবে সীমান্তবর্তী রাজ্যগুলিকে আরও নজরদারি বাড়াতে হবে।” সীমান্তে পরিকাঠামো বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রগুলি পরিকাঠামো বাড়াচ্ছে। তাই নয়াদিল্লিকেও এই বিষয়ে উদ্যোগী হতে হবে। |
|
|
|
|
|