মমতা-বিরোধী মন্তব্য নিয়ে মামলা নিজস্ব সংবাদদাতা |
একই সঙ্গে আইনজীবী অরুণাভ ঘোষ এবং বিধাননগর দক্ষিণ থানার বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে। বাণীব্রত বন্দ্যোপাধ্যায় নামে সল্টলেকের এক বাসিন্দা প্রথমে অরুণাভবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ জেনারেল ডায়েরি করলেও এফআইআর নেয়নি। এফআইআর না-নেওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বাণীব্রতবাবু। সেই মামলায় অরুণাভবাবুর বিরুদ্ধে অভিযোগটিও জুড়ে দিয়ে তাঁকে ‘পার্টি’ করা হয়েছে। অরুণাভবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদিন মানহানিকর মন্তব্য করে চলেছেন। তিনি বিভিন্ন চ্যানেলে এই ধরনের মন্তব্য করায় সাধারণ মানুষের মনে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে। তাঁর এই সব উক্তির ফলে যে-কোনও সময়েই অশান্তির সৃষ্টি হতে পারে এবং হাঙ্গামা বেধে যেতে পারে বলে আবেদনকারীর আশঙ্কা। সেই জন্যই তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটকে অবিলম্বে এফআইআর এবং ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটির শুনানি হবে।
|
এসএফআই নেই, বিধাননগর সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। সম্প্রতি এই কলেজেই মনোনয়নপত্র তোলার দিনে বিধায়ক সব্যসাচী দত্তের ‘সক্রিয়’ উপস্থিতিতে গোলমাল হয় দুই ছাত্র সংগঠনের। শাসক দলের ওই বিধায়কের ‘প্রত্যক্ষ’ মদতে টিএমসিপি ছাত্রছাত্রীদের উপরে হামলা, বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে এই অভিযোগে মনোনয়ন পত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএফআই। তৃণমূলের দাবি, হার নিশ্চিত জেনে এসএফআই মিথ্যা অভিযোগ তুলে সরে গিয়েছে। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
|
শহরে কসাইখানার আধুনিকীকরণে কলকাতার কাজের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার শহরে এই সংক্রান্ত এক আলোচনাসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ) চরণদাস মোহন্ত এবং কলকাতা-সহ পূর্বাঞ্চলের একাধিক শহরের মেয়র। প্রশংসায় খুশি কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “সারা দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি কসাইখানা আছে। অধিকাংশই পুরনো আমলের। সেগুলো আধুনিক মানে গড়ে তোলা দরকার।” এ বিষয়ে ট্যাংরার আধুনিক কসাইখানার কথা তুলে চরণদাস বলেন, “কলকাতার মতো দেশের অন্য শহরের কসাইখানাগুলোও আধুনিক মানে তৈরি হোক।” শোভনবাবু জানান, ট্যাংরায় ওই প্রকল্পে কেন্দ্র ১২ কোটি টাকা বরাদ্দ করেছে।
|
দু’টি শ্লীলতাহানির ঘটনায় রবিবার দু’জন গ্রেফতার হয়েছে। প্রথমটি ঘটে কালীঘাট ও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের মধ্যে চলন্ত মেট্রোয়। নেতাজি নগরের বাসিন্দা এক তরুণীর অভিযোগ, এক সঙ্গীকে নিয়ে রবিবার রাতে মেট্রোয় মাস্টারদা সূর্য সেন স্টেশনে যাচ্ছিলেন তিনি। ট্রেন কালীঘাট ছাড়ালে এক যুবক তাঁর শ্লীলতাহানি করে। পুলিশ জানায়, তরুণীর সঙ্গী ও অন্য যাত্রীরা যুবকটিকে ধরে রবীন্দ্র সরোবরে নেমে চারু মার্কেট থানায় নিয়ে যান। পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, গড়িয়ার বাসিন্দা ওই যুবক মত্ত অবস্থায় ছিল। পুলিশ জানায়, ওই রাতেই মধ্য কলকাতার বাসিন্দা এক দম্পতি পার্ক স্ট্রিটের একটি পানশালায় আসেন। মহিলার পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ করা হয়, পানশালার এক কর্মী তাঁর শ্লীলতাহানি করেছে। ওই কর্মী গ্রেফতার হয়েছে।
|
বিদেশে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। পুলিশ জানায়, গত অগস্টে পূর্ব যাদবপুর থানার শান্তি পার্কে একটি নিয়োগকারী সংস্থা খোলেন মুম্বইয়ের স্যামুয়েল ডেভিড। অভিযোগ, জাহাজ সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২০-২৫ জন যুবকের থেকে প্রায় তিন লক্ষ টাকা নেন। পুলিশ জানায়, প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও হয়। অভিযোগ, কিছুদিন আগে তাঁরা জানতে পারেন, অফিস বন্ধ করে বেপাত্তা হয়ে গিয়েছে স্যামুয়েল।
|
কলকাতা বন্দরে একটি জাহাজে ১০ জন বাংলাদেশি নাবিক আটকে আছেন। তাঁদের মুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম। পরে তিনি বলেন, “ওই নাবিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। আমরা চাই, বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত হোক। স্বরাষ্ট্রসচিব কথা দিয়েছেন, উনি সাহায্য করবেন।” দু’দেশের চলচ্চিত্র বিনিময়ের বিষয়টিও অনেকটাই এগিয়েছে বলে জানান আবিদা।
|
আলিপুর রোডের এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি গেল প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হিরের আংটি। উধাও বাড়ির পরিচারকও। পুলিশ জানায়, দিন কয়েক আগে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যেরা জানতে পারেন ওই আংটির খোঁজ মিলছে না। নিখোঁজ পরিচারকের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। পুলিশের দাবি, পরিচারকের কোনও তথ্য পরিবারটির কাছে ছিল না।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার, টালিগঞ্জ করুণাময়ী ব্রিজের কাছে। পুলিশ জানায়, মৃত জ্যোতিপ্রসাদ চক্রবর্তীর (৪৫) বাড়ি পূর্ব পুঁটিয়ারিতে। লরিটিকে ওভারটেক করার সময়ে ওই দুর্ঘটনা। লরিচালক গ্রেফতার হয়েছে। |