থানায় নালিশ, নির্বিঘ্নে শ্যুটিং হল বাংলা ছবির
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
শ্যুটিং চলাকালীন হামলার ঘটনায় এক দল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল পরিচালক রাজ চক্রবর্তীর শ্যুটিং ইউনিটের পক্ষ থেকে। সোমবার বিকেলে পুরুলিয়া সদর থানায় ওই অভিযোগ হয়। ইউনিটের বিরুদ্ধে ভাঙচুরের পাল্টা অভিযোগ থানায় করেছেন পুরুলিয়া শহরের উপকণ্ঠে কেতিকা এলাকার এক দোকান মালিক। রবিবার রাতে কেতিকায় তাঁর সাম্প্রতিক বাংলা ছবির শ্যুটিং করছিলেন রাজ। ছিলেন পরমব্রত, মিমি, রুদ্রনীল, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক অভিনেতা। অভিযোগ, সেই সময় বচসার জেরে স্থানীয় কিছু যুবক তাঁদের উপরে চড়াও হয়ে মেকআপ ও প্রোডাকশন ভ্যান-সহ কিছু গাড়িতে ভাঙচুর চালায়। |
পুরুলিয়া শহরের উপকণ্ঠে কেতিকায় রবিবার রাতে বাংলা ছবির শ্যুটিং চলাকালীন হামলা হয়েছিল।
তাই সোমবার লাগদা গ্রামে পুলিশি পাহারায় শ্যুটিং সারলেন পরমব্রত-সহ অন্য অভিনেতারা। নিজস্ব চিত্র। |
শ্যুটিং ইউনিটের কিছু কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। দু’জনকে ভর্তি করানো হয় দুর্গাপুরের মিশন হাসপাতালে। তাঁরা আপাত বিপদমুপক্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হামলার জেরে শ্যুটিং অবশ্য বন্ধ থাকেনি। সোমবার সকালেও পুরুলিয়া মফস্সল থানার লাগদা গ্রামে নির্বিঘ্নেই শ্যুটিং করেছেন রাজ। ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও পরমব্রত। পুলিশও মোতায়েন ছিল। রাজের কথায়, “শিল্পীদের দেখতে মানুষ ভিড় করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শিল্পীরা যাতে ভালভাবে কাজটা করতে পারেন, সেটাও উৎসাহী দর্শককে দেখতে হবে।” এ দিন কেতিকায় গিয়ে দেখা যায়, রাস্তার উপরে ছড়ানো গাড়ির ভাঙা কাচ। যেখানে রবিবার শ্যুটিং হচ্ছিল, সেই ছাপাখানাটি বন্ধ। ওই এলাকারই দোকানদার কার্তিকচন্দ্র গরাঁই পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, শ্যুটিংয়ের কিছু লোক তাঁর দোকানে ভাঙচুর চালান। ক্ষতিপূরণ দাবি করেছেন কার্তিকবাবু। শ্যুটিং দলের কার্যনির্বাহী প্রযোজক স্বপনকুমার ঘোষ বলেন, “যে কেউ যে কোনও অভিযোগ করতে পারেন। আমাদের কিছু বলার নেই। তবে সে দিন যা ঘটেছিল, আমরা তা পুলিশকে সব জানিয়েছি।” পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর জানিয়েছেন, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
রানি যখন চোপড়া
সংবাদসংস্থা • মুম্বই |
বিয়ে হয়ে গিয়েছে রানি ও আদিত্য চোপড়ার, এমনই গুজবে সরগরম গোটা মুম্বই। সোমবার শত্রুঘ্ন সিনহা একটি অনুষ্ঠানে রানি মুখোপাধ্যায়ের বদলে তাঁকে রানি চোপড়া বলে সম্বোধন করেন। বহু বছরের প্রেম রানি ও আদিত্যের। কিন্তু বিয়ে নিয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা। তবে প্রয়াত চিত্রপরিচালক যশ চোপড়া হাসপাতালে ভর্তির সময় থেকে রানিকে চোপড়া পরিবারের প্রতিনিধি হিসেবেই দেখা গিয়েছে বার বার। |
একটি বাংলা ছবির শ্যুটিংয়ের ফাঁকে ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার, বারুইপুরে। ছবি: রণজিৎ নন্দী
|
শান্তিনিকেতনের কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে যোগেন চৌধুরীর ছবির প্রদর্শনী। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |