নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ ডাকাত। রবিবার রাতে সিউড়ির হোসনাবাদের কাছে হাইরোডের কাছে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল সদাইপুরের বরুণ গ্রামের প্রকাশ রায়, দুর্লভপুরের ফুলচাঁদ দলুই ও বুধন খান, রাজনগরের তাঁতিপাড়ার দীপক সাউ এবং বর্ধমানের লাউদোহা থানার হাদেরডান্ডা গ্রামের কার্তিক রুইদাস। খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের কাছ দু’টি গুলি ভর্তি পাইপগান-সহ পাঁচ রাউন্ড গুলি ও ৫টি বোমা উদ্ধার হয়েছে। জেরায় ধৃতেরা স্বীকার করেছে, হাইরোড এলাকায় চলাচলকারী গাড়িগুলিতে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ধৃতেরা বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। সোমবার সিউড়ি আদালত ধৃতদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেয়।
|
জুয়ার আসর বসানোর প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সামনেই মাধ্যমিক পরীক্ষা। অথচ এলাকায় মেলা বসিয়ে দেদার মাইক বাজিয়ে চলছে জুয়া খেলার আসর। এই অভিযোগ তুলে সোমবার নলহাটির নাকপুর গ্রামের বাসিন্দাদের একাংশ মেলা বন্ধ করার দাবিতে বিডিও-র কাছে একটি গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দিলেন। তাঁদের অভিযোগ, “সামনে মাধ্যমিক পরীক্ষা। এ সময় মেলা বসানোয় পরীক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। ওই মেলায় নানা রকম অসামাজিক কাজকর্ম করা হচ্ছে। মদের আসর থেকে জুয়া সবই বসছে।” অবিলম্বে বিডিও-র কাছে তাঁরা ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। নলহাটি ২ ব্লকের বিডিও গঙ্গাধর দাস বলেন, “আমার কাছে থেকে অনুমোদন নিয়ে ওই মেলা বসেনি। জেলাপরিষদের থেকে অনুমোদন নেওয়া আছে কিনা তাও জানি না। গ্রামবাসীদের অভিযোগ জেলাপরিষদের কাছে পাঠিয়েছি।” নওয়াপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল হোসেন বলেন, “আমার প্রথম দিকে আপত্তি ছিল। পরে অনেকের অনুরোধে ৭-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার অনুমতি দেওয়া হয়েছিল।” মেলা কমিটির সদস্য পার্বতী রায় বলেন, “প্রয়োজনীয় অনুমতি নিয়েই মেলা বসেছে।” মেলা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে অবশ্য তিনি কোনও মন্তব্য করতে চাননি।
|
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ইমাম, মুয়াজ্জেনদের মতো তাঁদের জন্যও সরকারি ভাতা চালু করার দাবিতে সম্মেলন করলেন রামপুরহাট মহকুমার শতাধিক পুরোহিত ও পণ্ডিত। সোমবার এই দাবিতে নলহাটির কমিউনিটি হলে পুরোহিত ও পণ্ডিত সমাজ সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলন উপলক্ষে এ দিন নলহাটি রামমন্দির থেকে একটি মিছিলও বের করা হয়। তার আগে ওই সংগঠন রামপুরহাটের মহকুমাশাসকের কাছে নিজেদের দাবির কথা জানিয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
বোমা ফেটে জখম হলেন এক ব্যক্তি। রবিবার রাতে দুবরাজপুরের খোঁয়াজ মহম্মদপুর গ্রামের বাসিন্দা শেখ সাউল নামে ওই ব্যক্তি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। তাঁর দু’টি হাত ও একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
|