যুদ্ধাপরাধ আইনে বদল আনবে ঢাকা
সংবাদসংস্থা • ঢাকা |
যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন সংশোধনে সায় দিল বাংলাদেশের মন্ত্রিসভা। সংশোধনের ফলে আদালতে যুদ্ধাপরাধীদের আরও কড়া শাস্তির আর্জি জানাতে পারবে সরকার। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করায় সম্প্রতি জামাতে-ইসলামি নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল। মোল্লার আরও কড়া শাস্তি চেয়ে বাংলাদেশে শুরু হয়েছে বিক্ষোভ। আবার ওই শাস্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিক্ষোভ দেখাচ্ছেন কাদেরের সমর্থকরা। ক্যাবিনেট সচিব মুশারফ কাদের ভুঁইয়া জানিয়েছেন, এখন কেউ যুদ্ধাপরাধের দায় থেকে সম্পূর্ণ মুক্তি পেলে তবেই উচ্চ আদালতে যাওয়া যায়। কিন্তু সংশোধিত আইনে যে কোনও রায়কেই চ্যালেঞ্জ করা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চ আদালতে ওই আর্জির শুনানি শেষ করার প্রস্তাবও দেওয়া হয়েছে সংশোধিত আইনে। |
বাংলাদেশে বাস দুর্ঘটনায় মৃত ১৮
সংবাদসংস্থা • ঢাকা |
নদীতে পুণ্যার্থী বোঝাই বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। গাজিপুর থেকে চট্টগ্রামের মেজভান্ডারির উদ্দেশে যাচ্ছিল বাসটি। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারের মাতামুহুরি সেতুর কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৩০ ফুট গভীর শুকনো নদীখাতে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ষোলো জনের। এর মধ্যে পাঁচ মহিলাও রয়েছেন। পরে হাসপাতালে মারা যান আরও দু’জন। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকাজে সাহায্য করছেন সেনাবাহিনীর জওয়ানরা। |
বিমান ভেঙে মৃত ১০
সংবাদসংস্থা • মনরোভিয়া |
সেনা প্রতিনিধিদল নিয়ে যেতে গিয়ে ভেঙে পড়ল বিমান। সোমবার ঘটনাটি ঘটেছে লাইবেরিয়ায়। বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার দূরে ভেঙে পড়ে ওই বিমানটি। লাইবেরিয়া জানিয়েছে, দুর্ঘটনায় কেউ বাঁচেন নি। |