অস্বাভাবিক মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম সুকুমার দাস (৩২)। বর্ধমানের গোপালনগরের বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পেশায় রাজমিস্ত্রী সুকুমারবাবু অনেক রাতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধে। অশান্তির জেরে স্ত্রী কীটনাশক খেতে গেলে তা কেড়ে নিয়ে সুকুমারবাবু নিজেই খেয়ে ফেলেন। রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মারা যান তিনি। এই খবর পেয়ে তার স্ত্রীও কীটনাশক খান। তিনি গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি।
এ দিনই কাটোয়ার খাজুরডিহি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় রাজদেব ঘোষ (৩৩) নামে এক যুবকের। পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খান তিনি। রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। |
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হল। শৈলেন ঘোষ (৩২) নামে ওই ব্যক্তি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের ইসবপুর গ্রামে। ওই দিনই রাত সাড়ে বারোটা নাগাদ স্থানীয় একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন বাড়ির লোক। পূর্বস্থলী থানা প্রাথমিক ভাবে একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে। |
বেকসুর খালাস
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
অঞ্জনা গঙ্গোপাধ্যায় খুনে দুই আসামীকে বেকসুর খালাস করল কালনা মহকুমা আদালত। কালনা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অখিলেশ পাণ্ডে শুক্রবার বিকেলে এই রায় দেন।
মন্তেশ্বরের কানপুর গ্রামের বাসিন্দা অঞ্জনাদেবীর অস্বাভাবিক মৃত্যু হয় ২০১১ সালে। পুলিশ তদন্তে নেমে তাঁর স্বামী এবং স্থানীয় এক তৃণমূল নেতাকে ওই বছরই গ্রেফতার করেছিল। এ দিন বেকসুর খালাস হন তাঁরা। |
সংঘর্ষে জখম ৬
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষে জখম হলেন চার মহিলা-সহ ছ’জন। কাটোয়ার করজগ্রামে সোমবারের এই ঘটনায় আহতদের সকলেই এক পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, পাঁচ দিন আগে করজগ্রামের হিরেজ শেখের ছাগল পড়শি চাঁদু বিবির বাড়িতে গিয়ে খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। এ দিন সকালে ওই দুই পরিবারের মধ্যে বচসার সময়ে চাঁদু বিবিকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে বাড়ির অন্য সদস্যেরাও গুরুতর জখম হন। |
তাঁতশ্রমিকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক তাঁতশ্রমিকের। নিহত ইন্দ্রজিৎ সাহার (১৯) বাড়ি কোচবিহারে। কালনার ধাত্রীগ্রাম এলাকায় নিমাই বসাকের বাড়িতে তাঁতশ্রমিকের কাজ করতেন তিনি। রবিবার ছোট সহজপুরে সরস্বতী পুজোর মণ্ডপ দেখতে যাওয়ার পথে একটি মোটরবাইক ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মোটরবাইকটির চালকও রাস্তায় ছিটকে পড়ে যান। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। |