ট্রাক দাঁড় করিয়ে ঘণ্টা তিনেক ধরে ডাকাতি করল একদল দুষ্কৃতী। রবিবার গভীর রাতে মেমারির পালশিটের একটি নির্মীয়মান কাগজকলে ঘটনাটি ঘটে। কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ এবং নগদ বেশ কয়েক হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। পুলিশ ডাকাতির মামলাও দায়ের করেছে।
কাগজ কলের মালিক সম্রাট হাজরা বলেন, “রাতে ১০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ছ’জন নিরাপত্তারক্ষী। একজনের হাতে বন্দুকও ছিল। দুষ্কৃতীরা পাঁচিল টপকে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এদের মুখ বেঁধে ফেলে। তারপরে একটি ঘরে বন্ধ রেখে লুঠপাট চালায়।” সকালে খবর পেয়ে ভান্ডারডিহি থেকে এসে তিনি দেখেন অফিস ঘরে আলমারি ভেঙে পড়ে রয়েছে। |
চুরির পরে। —নিজস্ব চিত্র। |
তবে এসপি বলেন, “আমরা তদন্তে নেমে জানতে পেরেছি ডাকাতির সময় ওই কাগজ কলে ১০০ শ্রমিক হাজির ছিলেন। তবে তারা কেউই কেন মালিক বা পুলিশকে ফোন করলেন না সেটাই বিষ্ময়ের।”
ওই রাতে হাজির কাগজকলের নিরাপত্তাকর্মী কৃপাময় ঘোষ ও সুমিত মাঝি বলেন, “ডাকাতেরা আমাদের বেঁধে রেখেছিল। তারা চলে যাবার আগে আমরা নিজেদের ছাড়াতে পারিনি। আমাদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল ওরা। তাই মালিককে বা পুলিশে কোনও খবর দিতে পারিনি। ভোর চারটে নাগাদ মালিককে ঘটনার কথা জানাই।”
যে এলাকায় এই নির্মীয়মান কাগজকলটি অবস্থিত সেই শক্তিগড় রোড ওভার ব্রিজের কাছে রাতে প্রায়ই ডাকাতি বা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশি পাহারা নেই, টহলদারি ভ্যানও চোখে পড়েনা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। |