দলের প্রথম জেলা কমিটির মিটিংয়েই এলেন না বাঁকুড়া জেলা তৃণমূল নেতাদের একাংশ। জেলা তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি দলের রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়ে ৮৮ জনের বাঁকুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে দলের প্রথম জেলা কমিটির মিটিং ডাকেন জেলা তৃণমূল সভাপতি অরূপ খা।ঁ
পাহাড়ের নীচে প্যান্ডেল খাটিয়ে মিটিং হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএমকে ঠেকানোর শপথ নেন সভায় উপস্থিত তৃণমূল কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষমতায় আসার পরে তৃণমূল সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, কর্মীদের তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি। শীঘ্রই বামেদের দখলে থাকা পঞ্চায়েত গুলিতে স্বজনপোষণের অভিযোগে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও নেওয়া হয়েছে। তবে এ দিনের মিটিংয়ে উপস্থিত থাকেননি দলের জেলা চেয়ারম্যান তথা মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তী, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী শম্পা দরিপা।
বস্তুত, শালতোড়া বিধায়ক স্বপন বাউরি ছাড়া জেলার আর কোনও তৃণমূল বিধায়কই বৈঠকে উপস্থিত ছিলেন না বলে দলীয় সূত্রের খবর। বৈঠকে গরহাজির জেলার এক তৃণমূল নেতার অভিযোগ, “কারও সঙ্গে আলোচনা না করেই বৈঠক ডেকেছেন জেলা সভাপতি। দলের একাধিক নেতা এই দিনটিতে আসতে পারবেন না জানানোর পরেও তিনি দিন পরিবর্তন করেননি।” জেলা সভাপতির সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
নতুন কমিটিতে বিশেষ পরিবর্তন না হলেও তৃণমূলের জেলা সহ-সভাপতি করা হয়েছে রানিবাঁধের বিভাবতী টুডুকে। তিনি বর্তমানে দলের রাজ্য সাধারণ সম্পাদিকা পদে রয়েছেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাঁকুড়া জেলা পরিষদের বিরোধী দলনেত্রী ছিলেন। |