টুকরো খবর
স্ত্রীকে মারধর, গ্রেফতার স্বামী
গত বছর এপ্রিলের এক দুপুরে নবদ্বীপের বাবাজীপাড়ার লক্ষ্মী দেবনাথের বাড়িতে হঠাৎ হাজির পুলিশ। খোঁজ করছেন চুরির দায়ে অভিযুক্ত তাঁর স্বামী উত্তম দেবনাথের। পুলিশের বক্তব্য, লিলুয়ার এক কারখানা থেকে চুরি করে ফেরার উত্তম। লক্ষ্মীদেবী সাতপাঁচ কিছুই জানতেন না। তবে তিনি জানান, বাড়ি ফিরলেই তিনি নিজেই তাঁর স্বামীকে তুলে দেবেন পুলিশের হাতে। মাস সাতেক পরে উত্তম বাড়িমুখো হতেই লক্ষ্মীদেবী কথা রাখেন। ধরিয়ে দেন স্বামীকে। তার পর শ্রীঘরে ঠাঁই হয় তার। মাস তিনেক পর, ৩ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পেয়ে উত্তম বাড়ি ফিরে চড়াও হয় তার স্ত্রীর উপর। শনিবার পেশায় তাঁত শ্রমিক লক্ষ্মীদেবী নবদ্বীপ থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। নবদ্বীপের আইসি তপনকুমার মিশ্র বলেন, “অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয়েছে উত্তম দেবনাথকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।”

দেহ উদ্ধার
বাড়ির অদূরে ঝোপের মধ্য থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। নাম লুটু ঘোষ (৫৫)। বাড়ি ফরাক্কার পলাশি গ্রামে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বেওয়া-১ পঞ্চায়েত অফিস সংলগ্ন ঝোপের মধ্যে তাঁর দেহটির দেখা মেলে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জমিজমা নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

খেতে দেহ
খেতের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম মোতাহার শেখ (৮০)। বাড়ি বড়ঞার তেলডুঙা এলাকায়। পুলিশ জানায়, রবিবার সকালে বড়ঞার ভোল্লা রামকৃষ্ণ উচ্চবিদ্যালয় লাগোয়া আখের জমিতে ওই প্রোঢ়ের মৃতদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কান্দির মুনিগ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।

পুড়ে জখম মহিলা
মন্দিরের পুজো দিতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। মন্দিরের ভেতরে মোমবাতি জ্বালতে গিয়ে তাঁর গায়েই আগুন লাগে বলে পুলিশ জানায়। রবিবার শান্তিপুরের আগমেশ্বরীতলার ঘটনা। মন্দিরে অন্যান্যরাই মহিলার আগুন নেভান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

দু’টি অস্বাভাবিক মৃত্যু
রবিবার দু’জনের অস্বাভাবিক মৃত্যু হল নবদ্বীপে। স্বরূপগঞ্জের স্বপন দেবনাথ (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। প্রণয়ঘটিত কারণে এ আত্মহত্যা বলে পুলিশের অনুমান। নবদ্বীপের প্রাচীন মায়াপুরের সুবল সিংহ রায় (৬৫) নামে এক প্রৌঢ় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের ধারণা।

হেরোইন-সহ ধৃত
সাড়ে তিনশো গ্রাম হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নাম আনিকুল শেখ। পুলিশ জানায়, নলহাটি থেকে হেরোইন নিয়ে বাইকে নতুনগঞ্জের ফেরিঘাট পার হওয়ার সময় পুলিশ ওই যুবককে ধরে।

বাস থামিয়ে ছিনতাই
বরযাত্রীদের নামিয়ে কল্যাণীর দিকে ফিরছিল বাস। শুক্রবার রাতে রাস্তায় আচমকাই এক মহিলা হাত দেখানোয় চালক বাসটি দাঁড় করান। সেই সময়ে রাস্তার পাশে লুকিয়ে থাকা ওই মহিলার সাগরেদরা ঝোপ থেকে উঠে আসে। চালকের কপালে দেশি ওয়ান শটার চেপে তারা ছিনিয়ে নেয় পকেটে থাকা শ-আটেক টাকা, মোবাইল। মিনিট পনেরোর ছিনতাই পর্ব সেরে দ্রুত সরে পড়ে তারা। কল্যাণীগামী বাসটি। চাকদহের নরপতিতলা সংলগ্ন এলাকার ওই ঘটনায় তদন্তে নেমে পুলিশ শনিবার ওই মহিলাকে গ্রেফতার করে। নাম প্রভা লোহার। তার এক সঙ্গী উত্তম মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.