টুকরো খবর |
তৃতীয় মোর্চার আভাস সপা-র
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ইউপিএ-কে বাইরে থেকে সমর্থন করলেও ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে সমাজবাদী পার্টি। বরং তাঁরা তৃতীয় মোর্চা গঠনে আগ্রহী বলে আজ আভাস দিয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক কামাল ফারুকি। শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ফারুকি বলেন, কংগ্রেস এবং বিজেপির সঙ্গে তাঁর দল সমান দূরত্ব রাখতে চায়। তাই অ-কংগ্রেসি, অ-বিজেপি দলগুলির সঙ্গে কথাবার্তা চলছে। তবে তৃতীয় মোর্চার পক্ষে সরকার গঠন কতটা সম্ভব, এ নিয়ে তিনি নিজেও সন্দিহান। ফারুকির অনুমান, ২০১৪-র লোকসভা ভোটে কোনও দল বা জোটের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন সম্ভব হবে না। ইউপিএ এবং এনডিএম্যাজিক ফিগার থেকে দূরে থাকবে উভয়েই। আর সে দিকে লক্ষ্য রেখেই তাঁরা ভোটপূর্ব তৃতীয় মোর্চা গঠনে গুরুত্ব দিচ্ছেন। এমন যদি ত্রিশঙ্কু পরিস্থিতির সৃষ্টি হয় যে, কংগ্রেস বা বিজেপি যাকে সমাজবাদী পার্টি সমর্থন করবে, তারাই সরকার গড়বেসে ক্ষেত্রে কী হবে? এ প্রশ্নের উত্তরে ফারুকি বলেন, যে-কোনও পরিস্থিতিতেই তাঁরা বিজেপি-র মতো ‘সাম্প্রদায়িক’ দলকে ক্ষমতায় বসতে দেবেন না। ফলে তেমন পরিস্থিতির সৃষ্টি হলে তাঁরা আবার ইউপিএ-র পাশে দাঁড়াবেন। অসমের তৃতীয় দফার পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার জন্য ফারুকি তিন দিনের বরাক সফরে এসেছেন। সঙ্গে আছেন অসম রাজ্য সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী। সরব প্রচারের শেষ দিনেও কাছাড়ের বিভিন্ন স্থানে বক্তৃতা করেন তাঁরা। |
গোয়ালপাড়ায় অশান্তি, আগুন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পঞ্চায়েত ভোটের দুই দিন আগে উত্তপ্ত হয়ে উঠল অসমের গোয়ালপাড়া জেলা। রাভা-হাসোং স্বশাসিত পরিষদে অবিলম্বে নির্বাচনের দাবিতে অল রাভা ছাত্র সংস্থা-সহ বেশ কিছু সংগঠন পঞ্চায়েত ভোট বয়কট করে আন্দোলনে নেমেছে। গত কাল রাত থেকে আজ সন্ধ্যা অবধি ঘটেছে কয়েকটি বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনা। গোয়ালপাড়ায় একটি পঞ্চায়েত অফিস, স্কুল, সেতু এবং সিআরপি শিবিরে আগুন লাগানো হয়। রংসই থানার লাগোয়া একটি পঞ্চায়েত ভবনেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ জানায়, আজ সকালে বরপথার প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অম্বারতি-খেকারপাড়া রাস্তায় থাকা কাঠের সেতুও পুড়িয়ে দেওয়া হয়। ফলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মেঘালয় সীমানার খারদাং-এ সিআরপি বাহিনীর একটি অস্থায়ী শিবির ছিল। জওয়ানরা টহলে বের হওয়ার পরে আন্দোলনকারীরা সেটি পুড়িয়ে দেয়। এলাকা জুড়ে বিরাট পুলিশ ও আধা-সেনা টহল দিচ্ছে। নির্বাচন উপলক্ষে গোয়ালপাড়ায় আছেন স্থাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি এলাকাবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান। |
সনিয়ার কুম্ভ দর্শন চাননি অখিলেশ, দাবি
নিজস্ব সংবাদদাতা • ইলাহাবাদ |
উত্তরপ্রদেশ সরকারের অসহযোগিতার জন্যই সনিয়া গাঁধী কুম্ভে যেতে পারলেন না বলে অভিযোগ করল রাজ্য কংগ্রেস। তাদের দাবি, সনিয়ার নিরাপত্তার ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানায় অখিলেশ সিংহ যাদবের সরকার। আফজলের ফাঁসির পরে কুম্ভে জঙ্গি হানার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তার কারণে কুম্ভে নাও যেতে পারেন মোদী। তবে সনিয়ার না আসার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি একেবারে অজুহাত বলে দাবি উত্তরপ্রদেশ কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ কুম্ভমেলার জন্য উত্তরপ্রদেশকে কেন্দ্র অনেক টাকা দিয়েছে। তা ঠিক মতো ব্যবহার না করায় অপরাধ বোধে ভুগছে তারা। রাহুলেরও কুম্ভে আসার কথা ছিল। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের মনোভাব দেখে তাঁদের বিশেষ আশা নেই। |
মুখ খোলার জন্য
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আফজল গুরুর ফাঁসির পরেই শনিবার আটক করা হয়েছিল এসএআর গিলানিকে। তাঁর অভিযোগ, আফজলের পরিবারকে না জানিয়েই তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই কারণে সংবাদমাধ্যমের সামনে সরকারের তীব্র সমালোচনা করার জন্যই তাঁকে আটক করেছিল দিল্লি পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। আফজল গুরুর সঙ্গে সংসদ হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন গিলানিও। নিম্ন আদালত তাঁকেও প্রাণদণ্ড দিয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট তাঁকে মুক্তি দেয়। |
ইউরোপের ডাক
নিজস্ব সংবাদদাতা • আমদাবাদ |
এক দশকের বয়কট তুলেছে সদ্যই। ইউরোপীয় ইউনিয়ন এ বার ব্রাসেলসে পার্লামেন্টের অধিবেশনে আমন্ত্রণ জানাল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওই অধিবেশনে ২৭টি দেশের প্রতিনিধি আমন্ত্রণ পাচ্ছেন। ব্রাসেলসে ইউরোপীয় বাণিজ্য বৈঠকেও ডাকা হয়েছে তাঁকে। রবিবার মোদী তাঁর ব্লগে এ কথা জানান। শনিবার ইউরোপীয় ইউনিয়নের এমপিরা চনমনে গুজরাতের প্রশংসা করেছেন বলে দাবি মোদীর। |
দুর্ঘটনায় মৃত্যু ইস্পাতকর্মীর
নিজস্ব সংবাদদাতা • রৌরকেলা |
দু’টি চলন্ত যন্ত্রের মাঝে পড়ে মৃত্যু হল রৌরকেলা ইস্পাত কারখানার এক কর্মীর। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, পদ্মলোচন সান্ডিল (৫৪) নামে এক কর্মী কাজ করতে করতে হঠাৎই দু’টি মেশিনের মাঝে পিষ্ট হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, তাঁর মৃত্যু হয়। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পদ্মলোচনের পরিবারকে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক জনের চাকরির ব্যবস্থা করা হবে। |
জমি বিবাদে ভাইকে খুন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জমি বিবাদে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির আদাবাড়ি এলাকায়। পুলিশ জানায়, সিরাজ আলি ও সাহিল আলির মা মারা যাওয়ার পরে মায়ের নামে থাকা জমির অধিকার নিয়ে দুই ভায়ে দ্বন্দ্ব চলছিল। আগেও সাহিল ধারালো অস্ত্র নিয়ে সিরাজের উপরে আক্রমণ চালায় বলে অ্ভিযোগ। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ,সিরাজের দোকানের সামনেই সাহিল তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে সিরাজকে মৃত বলে ঘোষণা করা হয়। সাহিলকে গ্রেফতার করা হয়েছে। |
মাইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কোরাপুট |
মাওবাদীদের গোপন ডেরা থেকে বিস্ফোরক উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। লক্ষ্মীপুরের এসডিপিও ওয়াই জগন্নাথ রাও জানান, কামিপদার জঙ্গলে বিএফএসের অভিযানেই ওই ডেরার খোঁজ মেলে। ২৫ কেজি ওজনের চারটি ল্যান্ডনাইন, দু’টি দেশি বন্দুক এবং মাইন তৈরির প্রচুর মালমশনা উদ্ধার করা হয়েছে। |
|