বিনোদন |
বিনোদনের টুকরো খবর |
|
|
|
বিশ্বরূপম-টু শুরু করছেন কমলহাসন
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে যখন ‘বিশ্বরূপম’-বির্তকের অবসান হল, তার ঠিক সাত দিনের মাথায় অভিনেতা কমলহাসন জানালেন তাঁর নতুন পরিকল্পনার কথা। খুব শীঘ্রই তিনি শুরু করতে চলেছেন ‘বিশ্বরূপম-ট’ু-এর কাজ। এবং ছবিটি মুক্তি পাবে এই বছরেই। কমলহাসন নিজে আজ এক সাংবাদিক বৈঠকে জানালেন, তিনি এই নতুন ছবি তৈরির কাজে এতটুকু দেরি করতে চান না। যত তাড়াতাড়ি সম্ভব তিনি কাজ শুরু করে দেবেন। ‘বিশ্বরূপম’ দেখার পর অনেক পরিচালক বন্ধু তাঁকে অনুরোধ করেন ছবিটির দ্বিতীয় ভাগ বানানোর জন্য। বৈঠকে তিনি আরও জানিয়েছেন, এখন তাঁর হাতে রয়েছে আরও একটি ছবি। ছবিটির নাম ‘মো’। ‘বিশ্বরূপম’ ছবিটির মুক্তি ঘিরে প্রথম দিন থেকেই জল্পনা চলছিল। তামিলনাড়ু সরকার প্রথমে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরে কমলহাসন নিজে চেন্নাই আদালতে একটি মামলা করেন। চেন্নাই আদালত ছবিটি মুক্তির ব্যাপারে ১৫ দিনের জন্য স্থগিতাদেশও জারি করেছিল। এবং বিচারকেরা ছবিটি দেখেওছিলেন। একটি সংখ্যালঘু সম্প্রদায় বিক্ষোভ দেখায় দক্ষিন ভারতের বিভিন্ন রাজ্যে। শেষে গত শনিবার, সংখ্যালঘু নেতৃত্বের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পরিচালক কমলহাসন বলেছিলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি মেনে বাদ দেওয়া হবে ছবিটির সাতটি দৃশ্য। বাকি বিতর্কিত অংশের সংলাপ শোনানো হবে না।” ‘বিশ্বরূপম’ ছবিটি তৈরিতে ১৫০ কোটি খরচ হয়েছিল। তবে দেরিতে মুক্তি পেলেও ছবিটি ব্যবসার দিক থেকে সাফল্যের মুখ দেখেছে। তাই স্বাভাবিক নিয়মেই খুশি কমলহাসন। তিনি বলেন, “তামিলনাড়ুতে আমার ভক্তরা ছবিটি দেখে খুব খুশি। তাঁদের মতে এটাই আমার অভিনীত শ্রেষ্ঠ চলচ্চিত্র।”
|
অতিথি |
|
শহরে এক দোকান উদ্বোধনে অনিল কপূর। —নিজস্ব চিত্র |
|
শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হল মেদিনীপুরে। শনিবার উৎসবের উদ্বোধন হয়। চলবে বুধবার পর্যন্ত। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ান (পূর্বাঞ্চল)-এর সহযোগিতায় মেদিনীপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বাছাই করা পাঁচটি চলচ্চিত্র দেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পণ্ডা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী প্রমুখ। প্রথমে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিটি দেখানো হয়। ছবিটি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। একটি মেয়ের এই সময়ে সমাজে টিকে থাকা কতটা কঠিন, তাই দেখানো হয়েছে ছবিটিতে।
|
কাঁথিতে শেষ নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
কাঁথিতে নাট্যোৎসব |
শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী ‘নাট্যোৎসব-২০১৩’ শেষ হল রবিবার। শুক্রবার কাঁথি বীরেন্দ্র স্মৃতি সৌধে নাট্যোৎসবের সূচনা করেন নাট্যকার ও পরিচালক রক্তকমল দাশগুপ্ত। স্বাগত বক্তব্যে কাঁথি ক্লাবের সম্পাদক তিমিরবরণ পণ্ডা কাঁথিতে নাট্যচর্চায় ক্লাবের পরম্পরার কথা তুলে ধরেন। জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, বীরেন্দ্র স্মৃতি সৌধের আধুনিকীকরণের উদ্যোগের কথা। নাট্যোৎসবের স্মারক পত্রিকার উদ্বোধন করে পুরপ্রধান সৌমেন্দু অধিকারী বলেন, “রবীন্দ্র ভবন তৈরির জন্য চার কোটি টাকা মঞ্জুর হয়েছে।”
|
উত্তর ২৪ পরগনার বাণীপুরে লোক উৎসবে লালন মঞ্চে বাউল গানের উৎসব।
জেলার নানান
প্রান্ত
থেকে
এখানে এসেছেন বাউলশিল্পীরা। রবিবার ছিল উৎসবের শেষ দিন।
ছবি: শান্তনু হালদার।
|
|
শুরু ঝুমুর মেলা |
|
দেবরাজ ঘোষের ছবি। |
ঝাড়গ্রামের অফিসার্স ক্লাব মাঠে শুরু হল ‘জঙ্গলমহল সাংস্কৃতিক উৎসব-আদিবাসী ও ঝুমুর মেলা’। রবিবার বিকেলে কয়েক হাজার মানুষের শোভাযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। এরপর মাদল বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, প্রেস ক্লাবের চেয়ারম্যান অমল দাস, ঝুমুর গায়িকা ইন্দ্রাণী মাহাতো, সমাজসেবী খগেন্দ্রনাথ মাণ্ডি প্রমুখ। উৎসব চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
|
চিত্র প্রদর্শনী |
অঙ্কন প্রতিযোগিতা, বিদ্যাসাগর হলে। |
স্টুডেন্টস আর্ট হোমের উদ্যোগে মেদিনীপুরে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হল রবিবার। এ বার ছিল দশম বর্ষ। সঙ্গে এক চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। আর্ট হোমের অধ্যক্ষ কল্যাণ কর জানান, প্রতিযোগিতায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী যোগদান করেছিল। সন্ধ্যায় বিদ্যাসাগর হলে সফলদের পুরস্কৃত করা হয়।
|
বার্ষিক অনুষ্ঠান |
নৃত্য সংস্থার বার্ষিক অনুষ্ঠান হল শনিবার ঘাটাল শহরের টাউন হলে। সন্ধ্যায় সংস্থার প্রায় শতাধিক শিল্পী নৃত্য পরিবেশন করেন। উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী প্রমুখ।
|
|
রবিশঙ্করের গ্র্যামি নিলেন ২ মেয়ে
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
বাবার মৃত্যুর ঠিক ষাট দিন পর ওঁদের হাতে এল প্রতীক্ষিত সেই সম্মান। সারা জীবনের স্বীকৃতির যে গ্র্যামি নিজের হাতে গ্রহণ করতে চেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর, তা নিলেন দুই কন্যা নোরা জোন্স এবং অনুষ্কাশঙ্কর। লস অ্যাঞ্জেলেসের ইবেল থিয়েটারে প্রাক-গ্র্যামি সন্ধ্যায় নোরা বললেন, “ওঁর শ্বাসপ্রশ্বাসে ছিল সঙ্গীত।” অনুষ্কা জানান, “আজ ওঁর জায়গায় আমরা না থাকলেই বোধ হয় ভাল হত।” |
|
...দিন কি এমন যাবে |
|
সোনাক্ষীকে টানলেন সইফ। উপলক্ষ একটি ছবির শ্যুটিং। রবিবার, শহরের পথে। ছবি: সুমন বল্লভ
|
সৃষ্টিসুখ |
|
রাঁচিতে ‘দ্য টেলিগ্রাফ সিম্ফনি’ অনুষ্ঠানে গান গাইছেন হরিহরন। প্রশান্ত মিত্রের তোলা ছবি। |
|