টুকরো খবর
ট্রাকের ধাক্কায় মৃত ৭ শ্রমিক
ট্রাক্টরের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ জন ইটভাটা শ্রমিকের। শনিবার বিহারের কিসানগঞ্জের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম নূর হোসেন মিঁয়া, মিস্তার মিঁয়া, সুমন মিঁয়া, বেলাল মিঁয়া, নুর আলম মিঁয়া ও আবদুল মিঁয়া। সকলের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। বাড়ি সিতাইয়ের বিজলিচাত্রা এবং স্বপ্নাবারোমাসিয়ায়। এ দিন শ্রমিকেরা একটি ট্রাক্টরে বাজার করতে যান। এ দিনের ঘটনায় আরও কয়েক জন জখম হন। বিহার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ সিতাইয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য দিকে, এ দিন শামুকতলার কার্তিক চা বাগানের বিলাই লাইনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক আদিবাসী শ্রমিকের। ওই অস্থায়ী শ্রমিকের নাম জিবাহান ইন্দুয়ার (৫৮)। এ দিন ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান।

কিশোরী খুন, সড়ক অবরোধ
বিয়েবাড়ি থেকে নিখোঁজ এক কিশোরীর দেহ শনিবার উদ্ধার হল বানারহাট থানার হলদিবাড়ি চা বাগানের ঝোপ থেকে। শ্বাসরোধ করে ওই কিশোরীকে খুন করে পাথরের আঘাত ও ধারাল অস্ত্র দিয়ে তার মুখ বিকৃত করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুনের আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ধর্ষণের বিষয়টি মেডিক্যাল রিপোর্টের পর পরিষ্কার হবে।” অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার সন্ধ্যায় ৩১ জাতীয় সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী বিকাশ পরিষদের মহিলা শাখার সদস্যরা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম জয়মন্তী ওঁরাও (১৮)। হলদিবাড়ি বাগানের নয়া লাইনে বাড়ি। শুক্রবার প্রতিবেশী এক যুবকের বিয়ের অনুষ্ঠানে জয়মন্তী ও তার পরিবারের সদস্যরা যোগ দেন। খাবার পর অন্য সদস্যরা ফিরে এলেও জয়মন্তী নাচ গানের আসরে যোগ দেয়। রাত সাড়ে ১২টা নাগাদ দিদি রুনিয়া ওঁরাও বোনের খোঁজ না পেয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে যন্ত্রচালিত ভুটভুটির ৪ জন যাত্রীর। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারই এলাকার রাজ্য সড়কে। গুরুতর জখম ভুটভুটির ২০ যাত্রীকে ওই রাতে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁদের মধ্যে ৪ জনকে বালুরঘাট এবং ৬ জনকে মালদহ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন মুসা শেখ (৪০), সোনাভান বিবি (৫৫), রেজিনা বিবি (২৬) এবং সাহেবা বিবি (৩৫)। বাড়ি তপন থানার লক্ষ্মীপুর এবং সুকদেবপুর এলাকায়। তপনের জেলা পরিষদের আরএসপি সদস্য তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জিল্লুর রহমান জানান, ওই রাতে কুমারগঞ্জের দিওড় এলাকায় একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান থেকে ভুটভুটিতে ফিরছিলেন ২৪ জন। নারই এলাকায় একটি পিকআপ ভ্যান যাত্রীবোঝাই ভুটভুটির পিছনে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। রাস্তায় ছিটকে পড়েন অন্য যাত্রীরা। ওই রাতে বিকট শব্দ ও আর্তচিৎকার শুনে এলাকার লোক ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গঙ্গারামপুরের এসডিপিও নারায়ণ মজুমদার বলেন, “পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।’’

৫ পুলিশকর্মী বদলি
রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ অফিসারকে শনিবার বদলির নির্দেশ দিলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। ওই পাঁচজন গত ২-৫ বছর ধরে রায়গঞ্জ থানায় ছিলেন। প্রত্যেককেই ইসলামপুর মহকুমার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। পুলিশ সুপার বলেন, “রায়গঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কাজে ওই পাঁচ পুলিশ অফিসারের ভূমিকায় সন্তুষ্ট নই। আশা করছি, পুরনো ও নতুন দায়িত্ব নেওয়া পুলিশ অফিসাররা দক্ষতার সঙ্গে রায়গঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারবেন।” রায়গঞ্জ থানায় বর্তমানে এসআই, এএসআই ও কনস্টেবল মিলিয়ে ৪০ জন রয়েছেন।

তৃণমূলে শ্রমিকেরা
আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠন থেকে তৃণমূলে যোগ দিলেন ২৫০ শ্রমিক। শনিবার কালচিনির সুভাষিনী চা বাগানে শ্রমিকেরা তৃণমূল টি প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নে যোগ দেন বলে দাবি সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ গোস্বামীর। প্রোগ্রেসিভ টি ওর্য়াকাস ইউনিয়নের হাঁসিমারা জয়গাঁই ইউনিটের সম্পাদক রঘু মিঞ্জ জানান, এমন কোনও খবর তাঁদের জানা নেই।

ভস্মীভূত গুদাম
দক্ষিণ দিনাজপুরের হিলি থানায় ক্রিমোহিনী এলাকায় অগ্নিকান্ডে একটি পাটের গুদাম ভস্মীভূত হয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার পরেও আগুন আয়ত্বে না আসেও বিএসএফকে খবর দেয় প্রশাসন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.