টুকরো খবর |
স্কুলবাসে ছাত্র মৃত্যুতে চালক অধরা
নিজস্ব সংবাদদাতা |
স্কুলবাসের চাকায় পিষে এক ছাত্রের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তেরা অধরাই। শনিবার পুলিশ জানিয়েছে, ওই বাসটির চালক, খালাসির নাম-ঠিকানা জানা গিয়েছে। বজবজের বাসিন্দা পলাতক ওই দু’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলপড়ুয়াদের নিয়ে যাতায়াত করার জন্য বাসটির কাছে পরিবহণ দফতরের ছাড়পত্র ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ, শহরের বিভিন্ন স্কুলে নিয়মের তোয়াক্কা না-করেই বহু বাস চলছে। ডিসি (ট্র্যাফিক) দিলীপ আদক বলেন, “স্কুলগুলির সঙ্গে এ নিয়ে কথা বলতে শহরের প্রত্যেকটি ট্র্যাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।” ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, চলন্ত স্কুলবাসে দরজা বন্ধ রাখাই নিয়ম। এ ক্ষেত্রে তা মানা হয়নি। স্কুলবাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা অভিভাবকদের কোনও প্রতিনিধিও ছিলেন না বলে অভিযোগ।
|
আঁকলেন বন্দিরা |
|
শিল্প ও খাদ্য: খাদ্যমেলায় ছবির পসরা। সাজালেন বন্দিরা। |
খাদ্য উৎসবে ছবি আঁকলেন আলিপুর কেন্দ্রীয় এবং মহিলা সংশোধনাগারের বন্দিরা। কারা দফতর সূত্রের খবর, শনিবার উৎসবের তৃতীয় দিনে ওই দু’টি সংশোধনাগারের চার মহিলা-সহ দশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ও এক জন বিচারাধীন বন্দিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনা হয়েছিল। এঁরা সংশোধনাগারের আঁকার স্কুলের ছাত্রছাত্রী। কারা দফতরের দাবি, সাজা শেষে বন্দিদের সমাজের মূল স্রোতে ফেরাতে এই উদ্যোগ। বন্দিদের আঁকার শিক্ষক চিত্ত দে জানান, রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানেই এঁরা যোগ দেন।
|
নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার |
পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পরে খাল থেকে মিলল দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রের দেহ। শনিবার, ইএম বাইপাস সংলগ্ন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। পুলিশ জানায়, শুভজিৎ রায় (২২) নামে ওই ছাত্রের বাড়ি সোনারপুর থানার বোয়ালিয়ায়। পুলিশ জানায়, ৪ ফেব্রুয়ারি সাইকেল নিয়ে বন্ধুর বাড়িতে যান শুভজিৎ। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন এলে তিনি জানান, শহিদ ক্ষুদিরাম স্টেশনের কাছে আছেন, কয়েক মিনিটেই বাড়ি পৌঁছবেন। কিন্তু তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবার মৃতদেহটি ভাসতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন মেলেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
|
গ্রেফতার প্রোমোটার |
ফ্ল্যাটের টাকা নিয়েও তা না দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক প্রোমোটার। অলক সেনগুপ্ত নামে ওই প্রোমোটারের বাড়ি যাদবপুরে। ক্রেতা সুরক্ষা দফতরের কলকাতা ফোরামের সভাপতি শঙ্করনাথ দাস বলেন, “২০০৮-এ প্রবীর সাহা নামে যোধপুরের এক বাসিন্দা ওই প্রোমোটারকে অগ্রিম সওয়া দু’লক্ষ টাকা দেন। তারপরেও তিনি ফ্ল্যাট দিতে অস্বীকার করেন।” ২০১০-এ আদালত ওই ফ্ল্যাট প্রবীরবাবুকে হস্তান্তর করার রায় দেয়। অলকবাবু তাতেও কর্ণপাত করেননি বলে অভিযোগ। সম্প্রতি ফোরামের তরফে পুরো বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয়। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
|
গ্রেফতার দুই |
ট্যাক্সিচালককে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গড়িয়াহাট থানা এলাকার ডোভার লেনের ঘটনা। পুলিশ জানায়, ধৃত যুবকদের নাম প্রীতম দাস ও সুরজিৎ রায়। বুদ্ধেশ্বর নামে ট্যাক্সি চালক অভিযোগ করেন, রাতে ট্যাক্সি গ্যারাজে রাখার সময়ে ওই দুই যুবক তাঁর কাছে আসে এবং ভাড়া যেতে বলে। পুলিশ জানিয়েছে,ওই ট্যাক্সি চালক যেতে অস্বীকার করলে অভিযুক্ত দুই যুবক চালককে মারধর করে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
খিদিরপুরে শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম জয়ন্ত মিশ্র (৪৭)। তিনি কলকাতা বন্দরে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে জয়ন্তবাবু বন্দর এলাকার বাস্কুল ব্রিজের কাছে কর্মরত ছিলেন। সে সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে।
|
ট্রাম লাইনচ্যুত, জখম ৫ |
ট্রাম লাইনচ্যুত হয়ে জখম হলেন পাঁচ জন। শনিবার রাত আটটা নাগাদ খিদিরপুর রোডের বাপুগেটের কাছে ধর্মতলা-খিদিরপুর রুটের ২১২ নম্বর ট্রাম লাইনচ্যুত হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ট্রামের প্রথম কামরাটি ক্ষতিগ্রস্ত হয়। জখম যাত্রীদের তিনজনকে এসএসকেএম এবং দু’জনকে খিদিরপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রামটি খিদিরপুর থেকে ধর্মতলার দিকে আসছিল।
|
গাঁজা-সহ ধৃত ৪ |
গাঁজা পাচারের অভিযোগে প্রিন্সেপ ঘাট থেকে চার জনকে শনিবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের তিন জন নদিয়া ও এক জন বর্ধমানের বাসিন্দা। তাঁদের কাছ থেকে ২১ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার দাম প্রায় ছ’লক্ষ টাকা।
|
বাড়িতে হামলায় ধৃত এক |
বেলেঘাটার রাসমণি বাজারে সিপিএমের কর্মীর বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম শ্যামল বসু। তিনি স্থানীয় বাসিন্দা। সিপিএমের অভিযোগ, শুক্রবার রাতে এক দল তৃণমূল সমর্থক অস্ত্র নিয়ে ওই হামলা চালায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
|