কিংফিশার এয়ারলাইন্সের পাইলট ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন সংস্থার কর্ণধার বিজয় মাল্য। গত অক্টোবরে সংস্থার পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম। দেখা করা প্রতিনিধিদের কেউ কেউ জানান, বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ ও ঋণদাতা ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামের অনুমতি নিয়ে উড়ান পরিষেবা ফের চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মাল্য। তবে কর্মীদের ১০ মাসের বকেয়া বেতন ও উৎসাহ ভাতা দেওয়া নিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি তিনি। গত জানুয়ারিতেই তাঁদের দাবি না-মানলে, সংস্থা বন্ধ করার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দেন কিংফিশার কর্মীরা। তা নিয়ে কথা বলতেই পাইলট ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মাল্য। এ দিকে, এ দিনই দু’সপ্তাহের মধ্যে কিংফিশার নিয়ে ফের আলোচনায় বসার কথা জানান কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা স্টেট ব্যাঙ্ক চেয়ারম্যান প্রতীপ চৌধুরী।
|
গুগল-এ নিজের প্রায় ৪২% (৩২ লক্ষ) শেয়ার বিক্রি করছেন সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিডট। এর ফলে প্রায় ২৫১ কোটি ডলার পাবেন তিনি। কেন এই সিদ্ধান্ত, তা জানায়নি গুগল। কিন্তু অনেকেই মনে করছেন, ল্যারি পেজ সংস্থা পরিচালনার মূল দায়িত্ব হাতে নেওয়ার পর গুরুত্ব কমেছে স্মিডটের। তাই নিজের কেরিয়ার ও সঞ্চয়ে গুগল-নির্ভরতা কমাচ্ছেন তিনি।
|
বাইক প্রেমীদের জন্য বিশেষ ক্যালেন্ডার আনল হার্লে ডেভিডসনের পূর্বাঞ্চলীয় শাখা। এতে আছে সংস্থার বাইকের সম্ভার ও সওয়ারিদের ছবি। তুলে ধরা হয়েছে কর্মীদের কথাও। দাম ৭০০ টাকা। |