অর্থলগ্নি সংস্থার কর্ণধার ধৃত
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক আমানতকারীর অভিযোগের ভিত্তিতে বেসরকারি অর্থলগ্নি সংস্থার ‘এজেন্ট’ তথা ‘ডিরেক্টর’ উৎপল বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমানের মুচিপাড়ার বাসিন্দা শুভময় বসু বৃহস্পতিবার ওই সংস্থার চার জনের বিরুদ্ধে অভিযোগ করেন। শুভময়বাবুর বক্তব্য, ২০১১ সালে ওই চার জন বেশ কিছু টাকা আমানত হিসেবে জমা রাখার জন্য অনুরোধ করেন। প্রতিশ্রুতি দেন, ব্যাঙ্কের থেকে অনেক বেশি সুদ-সহ ফেরত দেওয়া হবে। ২০১২ সালের ৩০ অক্টোবর উৎপলবাবুকে ৪৫০০০ টাকা দেন তিনি। বিনিময়ে উৎপলবাবু তাঁকে একটি শংসাপত্র দেন। এ বছর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে তিনি খাগড়াগড় মোড়ে সংস্থার অফিসে টাকা আনতে গিয়ে শোনেন, তাঁর নামে কোনও টাকাই জমা নেই। কয়েক দিন পরে সংস্থার ম্যানেজারের সঙ্গে ফের দেখা করতে সংস্থার অফিসে গিয়ে দেখেন, তালা ঝুলছে। এর পরই থানায় অভিযোগ করেন তিনি। তার ভিত্তিতে ওই দিন রাতেই উৎপলবাবুকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।
|
যুবকের দেহ উদ্ধার, গ্রেফতার প্রেমিকা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে দুর্গাপুরের বি জোনের হর্ষবর্ধন রোডের ঘটনা। মৃতের নাম চিন্ময় ঘোষ (২৫)। মৃতের বাবা স্বপনবাবু জানান, দুপুরে তিনি সস্ত্রীক বেরিয়েছিলেন। ফিরে দেখেন, শৌচালয়ের ভিতরে চিন্ময়ের দেহ ঝুলছে। স্বপনবাবুর দাবি, তাঁর ছেলের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। সে ও তাঁর ভাই ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। মৃতের প্রেমিকা ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা দেওয়া হয়েছে। |