পর্যটকদের আকর্ষণ বাড়াতে কোচবিহার রাজবাড়ি রং করে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ শুরু করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) কর্তৃপক্ষ। চলতি সপ্তাহ থেকে ওই কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করা হবে। রাজবাড়ি সাজানোর কাজ তদারকির জন্য কয়েক দিনের মধ্যে কলকাতা থেকে সংস্থার একটি দল কোচবিহারে যাবেন। এএসআই-র সুপারিন্টেন্ডেন্ট তপনজ্যোতি বৈদ বলেন, “রাজবাড়ি রং করার প্রাথমিক কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।” |
রাজবাড়ির রক্ষণাবেক্ষণ। কোচবিহারে হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |
এএসআই সূত্রে জানা গিয়েছে, রাজবাড়ি রং পাল্টানো হবে না। পরিচিত রং থাকবে। সংস্থার কর্তারা জানান, বিতর্ক এড়াতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রাজবাড়ির বর্তমান রং নিয়ে নানা মত রয়েছে। একটি মহল এখনকার রং ঠিক আছে দাবি করলেও অনেকে বলছেন বেশি গাঢ় রং করা হয়েছে। কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরুপজ্যোতি মজুমদার বলেন, “রাজবাড়ির রং নিয়ে বিতর্ক এড়াতে এএসআই কর্তৃপক্ষ বিতর্কে যেতে রাজি নয়। আগের রং থাকছে এটা শুনেছি। এটা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কারণ প্রায় দশ বছর পরে রং হচ্ছে।”
এএসআই কর্তৃপক্ষ মনে করছেন, দীর্ঘদিন রং না হওয়ায় প্রাসাদের জৌলুস কমছে বলে পর্যটক মহলের একাংশের আক্ষেপ ছিল। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও বিভিন্ন সময় দাবি তুলেছে। অবশেষে সবদিক বিবেচনা করে রং করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে প্রাসাদটির দেওয়াল ঘষে পুরানো রং তুলে ফেলা হবে। প্রাসাদের ছাদ, দেওয়াল, দরজা-জানালার কিছু সংস্কার করা হবে। ওই কাজের জন্য প্রথমিক ভাবে ১০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। |